মালাধর বসু ও তার কাব্য
বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণী প্রশ্ন- ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটি কে রচনা করেন? কবির কী উপাধি ছিল? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+১+৩ উত্তর- ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটি রচনা করেন চৈতন্য-পূর্ব যুগের কবি মালাধর বসু। কবি মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খান। গৌড়ের সুলতান রুকনুদ্দিন বরবক শাহ তাকে এই উপাধি দিয়েছিলেন। কাব্য পরিচয়– ‘শ্রীকৃষ্ণবিজয়’ হল সংস্কৃত ভাগবতের প্রথম বাংলা অনুবাদ। …