কর্তা বলেন, সেখানেই তো ভূত…
একাদশ শ্রেণী কর্তার ভূত (বড় প্রশ্ন) ৩। “কর্তা বলেন, ‘সেখানেই তো ভূত”- কোন প্রসঙ্গে কর্তা একথা বলেছেন ? কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর। উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্তার ভূত’ গল্পের একেবারে শেষে কর্তা এই উক্তি করেছেন। কর্তা মারা যাওয়ার পর ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে ছিল। এরকম অবস্থায় দেশের দু-একজন মানুষ যারা দিনের বেলায় ভুতুড়ে নায়েবের ভয়ে …