একটু উৎপাত হলে যে বাঁচি
গুরু বড় প্রশ্ন (মান-৫) প্রশ্ন- “একটু উৎপাত হলে যে বাঁচি”- কে বলেছে? কোন উৎপাত? সে উৎপাত চায় কেন? উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকের দ্বিতীয় দৃশ্যে পাহাড় মাঠে আগত পঞ্চক দাদাঠাকুরকে একথা বলেছিল। দাদাঠাকুরের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে পঞ্চক জানায় যে তাদের অচলায়তনে গুরু আসতে চলেছেন। তখন দাদাঠাকুর বলেন “ভারি উৎপাত করবে তাহলে তো”। পঞ্চক বলেছিল “একটু …