বাংলা ভাষাবিজ্ঞানঃ রূপতত্ত্ব
দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাংলা ভাষাবিজ্ঞানের তৃতীয় অধ্যায় হল রূপতত্ত্ব। এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল নিষ্পাদক রূপমূল (Nishpadak Rupmul)।
প্রশ্ন- রূপমূলের শ্রেণীবিভাগ কর। এই প্রসঙ্গে নিষ্পাদক রূপমূল সম্পর্কে আলোচনা কর।
উত্তর- রূপতত্ত্ব অনুযায়ী রূপমূল প্রধানত দু’রকমের-
এক) স্বাধীন রূপমূল,
দুই) পরাধীন রূপমূল
এই দুই প্রকার রূপমূলকেই আবার আভিধানিক এবং ব্যাকরণসম্মত – এই দুই ভাগে ভাগ করা যায়। এইভাবে রূপমূলকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়, যথা-
১) স্বাধীন আভিধানিক,
২) স্বাধীন ব্যাকরণসম্মত,
৩) পরাধীন আভিধানিক এবং
৪) পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল।
পরাধীন ব্যাকরণসম্মত রূপমূলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। যথা- ১) সমন্বয়ী রূপমূল এবং ২) নিষ্পাদক রূপমূল।
নিষ্পাদক রূপমূল– নিষ্পাদক শব্দের অর্থ হল যা নতুন পদ গঠন করে। উপসর্গ এবং প্রত্যয়- এই দুই ধরণের রূপমূল কোনো পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে, এইজন্য এদেরকে বলা হয় নিষ্পাদক রূপমূল। যেমন-
প্ৰ (উপসর্গ)+শান্ত (পদ)= প্রশান্ত (নতুন পদ)
কু(উপসর্গ)+কাজ (পদ)=কুকাজ(নতুন পদ)
শ্রী (পদ)+ মান (প্রত্যয়)= শ্রীমান (নতুন পদ)
ধন(পদ) + বান(প্রত্যয়)= ধনবান (নতুন পদ)
এই অধ্যায় থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নঃ