বাংলা প্রবন্ধ
উচ্চমাধ্যমিক বাংলা প্রবন্ধ প্রসঙ্গে
এই পৃষ্ঠায় কেবলমাত্র উচ্চমাধ্যমিকের বাংলা প্রবন্ধ বিষয়ে আলোচনা করা হল। বাংলা বিষয়ের পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় প্রবন্ধ রচনা বিষয়টি ছাত্র-ছাত্রীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। পরীক্ষার হলে প্রবন্ধ কমন (Common) না পেলে অনেকেই হতাশাগ্রস্ত হয়। কিন্তু প্রবন্ধ রচনা নিয়ে এত চিন্তা করার আদৌ কিছু রয়েছে কি?
মনে রাখতে হবে প্রবন্ধ রচনা হলো নির্মিতির অংশ। অর্থাৎ, একজন ছাত্র বা ছাত্রীর নিজের মতো করে লেখার দক্ষতা বা সামর্থ্য যাচাই করাই প্রবন্ধ রচনার আসল উদ্দেশ্য। কিন্তু আমরা সেই জায়গা থেকে সরে এসে প্রবন্ধ মুখস্ত করার দিকে মনোযোগ দিয়ে থাকি। এ ব্যাপারে ছাত্রছাত্রীদের দোষ দিয়ে বিশেষ লাভ নেই কারণ অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, টিউশন স্যার সকলেই একই পরামর্শ দিয়ে থাকেন। পরীক্ষায় প্রবন্ধ কমন পাওয়ার থেকে ছেলেমেয়েদের লেখার দক্ষতা বাড়িয়ে তোলা উচিত।
এইজন্য নতুন সিলেবাসে প্রবন্ধ রচনা বিষয়টিতে নতুনত্ব আনা হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবিষয়ে অবশ্যই কৃতিত্বের দাবিদার। এখন আর আগের মতো শিরোনাম দেখে রচনা মুখস্ত লেখার প্রয়োজন নেই। বর্তমানে বিভিন্ন মেধার ছাত্রছাত্রীদের ভিন্ন লেখনী সামর্থ্য অনুযায়ী চার ধরণের প্রশ্ন দেওয়া থাকে। একজন ছাত্র বা ছাত্রী নিজের সুবিধামতো একটি বিষয় নির্বাচন করে প্রবন্ধ রচনা করতে পারবে।
চার ধরণের প্রবন্ধ
১) মানস মানচিত্র অবলম্বনে
২) প্রদত্ত ভূমিকা বা প্রস্তাবনা অবলম্বনে
৪) জীবনীমূলক রচনা
উপরোক্ত চার ক্ষেত্রেই মুখস্তবিদ্যার বিশেষ স্থান নেই কারণ প্রতিটি প্রশ্নেই অনেক তথ্য এবং সূত্র দেওয়া থাকে। প্রবন্ধের প্রশ্নগুলি কেমন হয় তা বোঝার জন্য বিগত বছরের প্রশ্নগুলি দেখে নেওয়া যেতে পারে।