রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুরু’ নাটক থেকে বড় প্রশ্ন
Class XI Bengali Drama “Guru” by Rabindranath Tagore || একাদশ শ্রেণির পাঠ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা নাটক “গুরু”। বড় প্রশ্ন (মান-৫)।
প্রশ্নঃ গুরু নাটকে কটি গান রয়েছে? গানগুলির তাৎপর্য আলোচনা কর। ৫
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুরু’ নাটকটিতে সাতটি গান রয়েছে।
যেকোনো নাটকে গানের বিশেষ ভূমিকা থাকে। যেসব ভাব সংলাপে প্রকাশ করা যায় না সেগুলি গানের মাধ্যমে ব্যক্ত করা হয়। গুরু নাটকেও গানগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ।
প্রথম গান– এটি পঞ্চকের গাওয়া। গুরু আসবেন শুনে পঞ্চক মনের আনন্দে এই গানটি গাইতে শুরু করে।
দ্বিতীয় গান– এটিও পঞ্চকের গাওয়া। অচলায়তনে সুভদ্রকে নিয়ে যখন চরম অশান্তি হচ্ছিল তখনই পঞ্চকের এই গানের সূচনা। এটিও গুরুর আবাহন–সঙ্গীত।
তৃতীয় গান- অচলায়তন থেকে পালিয়ে গিয়ে যুনকদের পাড়ায় পঞ্চক এই গান গেয়েছিল। গানটিতে পঞ্চকের মুক্তির আনন্দ প্রকাশ পেয়েছে।
চতুর্থ এবং পঞ্চম গান- এই দুটি গান যুনকদের সমবেত সঙ্গীত। তাদের একতা, কর্মচঞ্চলতার কথাই গানদু’টিতে প্রকাশিত হয়েছে।
ষষ্ঠ গান- দর্ভকদের গাওয়া একটি নামগান। দর্ভকরা অচলায়তনিকদের মতো মন্ত্র-তন্ত্র জানেনা তাই তারা নিজেদের মতো করে ঈশ্বরের আরাধনা করে। গানটিতে তাদের সরল ভক্তি প্রকাশ পেয়েছে।
সপ্তম গান- এই গানটি ‘অচলায়তন’ নাটকে ছিলনা। এটি গুরুর বন্দনাগীতি। এই গানটিতে যুনক এবং দর্ভকেরা অংশগ্রহণ করেছিল। যুনকদের সাহায্যে দাদাঠাকুর অচলায়তনের প্রাচীর ভেঙ্গে দেন।সেই পুরাতনের স্তুপে নতুন মন্দির প্রতিষ্ঠা হবে, গুরু তার কাণ্ডারি। সেইজন্য গুরুকে ঘিরে তাদের এই গান। (শব্দ- ১৬২)
গুরু নাটকের অন্যান্য প্রশ্নোত্তর
- পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব…
- পঞ্চকদাদা বলে অচলায়তনে তাঁকে কোথাও ধরবে না…
- গুরু নাটকের ঘটনাস্থলগুলি
- ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার…
- আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি…
- মহাপঞ্চকের সঙ্গে আচার্য অদীনপূণ্যের বিরোধ
- রূপক-সাংকেতিক নাটক হিসেবে গুরু
- পঞ্চক এবং মহাপঞ্চক চরিত্র দুটির তুলনা
- গুরু নাটকের নামকরণের সার্থকতা
- ওকে অচলায়তনের ভুতে পেয়েছে