ওকে অচলায়তনের ভুতে পেয়েছে

গুরু নাটক|| রবীন্দ্রনাথ ঠাকুর

গুরু নাটক থেকে বড় প্রশ্নের উত্তর। প্রতিটি প্রশ্নের মান পাঁচ, শব্দসীমা একশত পঞ্চাশ (১৫০)। [Guru by Rabindranath Tagore]

প্রশ্নঃ “ওকে অচলায়তনের ভুতে পেয়েছে”- ওকে বলতে কাকে বোঝানো হয়েছে। ভুতে পাওয়া মানে কী? একথা বলেছে কেন?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরু নটকে যুনকরা পঞ্চকের উদ্দেশ্যে একথা বলেছে। এখানে ‘ওকে’ বলতে পঞ্চককে বোঝানো হয়েছে।

‘অচলায়তনের ভুতে পাওয়া’ মানে- অচলায়তনিকদের মতো সংস্কার মানার শুচিবায়ুতা কথা বলা হয়েছে।

পঞ্চক অচলায়তনের অধিবাসী হলেও অন্যদের তুলনায় সে অনেক উদার। অচলায়তনের দমবন্ধকরা পরিবেশে সে যেন একরাশ দখিনা বাতাস। সকল অচলায়তনিক সবকিছু চোখ বন্ধ করে মেনে নিলেও পঞ্চক ছিল যুক্তিবাদী এবং স্বভাবগত উদার প্রকৃতির। অস্পৃশ্যতা সে মানে না কিন্তু অচলায়তনের নিয়মকানুনগুলি এমনিই যে সেগুলি ছাত্রদের মজ্জাগত হয়ে যায়। পঞ্চক যুনকদের ঘৃণা করে দূরে সরিয়ে দেয় না বরং সময় ও সুযোগ পেলে সে যুনকদের পাড়ায় গিয়ে ওঠে। তাদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের ছন্দে-সুরে গান গায়। কিন্তু অচলায়তনের নিয়ম কানুন তাঁর মধ্যেও কিছু অবশিষ্ট ছিল। সেই জন্য যুনকদের সাবধান করে সে বলে যে, তারা যেন তাকে না ছোঁয়ে। পঞ্চকের এই কথায় যুনকেরা বলেছিল যে তাকে অচলায়তনে ভুতে পেয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!