নবম শ্রেণির বাংলা

বাংলা স্যার অনলাইন টিউটোরিয়ালে এতদিন পর্যন্ত দশম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের প্রশ্নোত্তর দেওয়া হত। এবছর থেকে নবম শ্রেণিও যুক্ত হল। এখন শুধুমাত্র প্রথম পর্যায়ক্রমিক মুল্যায়নের জন্য নমুনা প্রশ্নোত্তর যোগ করা হল। পরে সমস্ত পাঠ্যসুচি থেকে প্রশ্নোত্তর দেওয়া হবে।

নবম শ্রেণির বাংলা পাঠ্যসূচিঃ

বর্তমানে সারা বছরে তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়ন নেওয়া হয় তাই নবম শ্রেণির সমগ্র পাঠ্যসূচিকে তিনটি পর্যায়ে ভাগ করা হল।

পর্যায়  পাঠ্যসূচি
১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন
(পূর্ণমান ৪০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)
সময়কাল : এপ্রিল
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
ধীবর-বৃত্তান্ত
ইলিয়াস
দাম
নোঙর
ধ্বনি ও ধ্বনি পরিবর্তন
শব্দ গঠন: উপসর্গ, অনুসর্গ
ধাতু ও প্রত্যয়
ভাবসম্প্রসারণ
ব্যোমযাত্রীর ডায়রি
২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন
(পূর্ণমান ৪০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)
সময়কাল : আগস্ট
নব নব সৃষ্টি
আকাশে সাতটি তারা
চিঠি
আবহমান
রাধারাণী
ভাবার্থ
সারাংশ
বাংলা শব্দ-ভাণ্ডার
শব্দ ও পদ
বিশেষ্য-বিশেষণ।
কর্ভাস।
৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন
(পূর্ণমান ৯০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)
সময়কাল:ডিসেম্বর
হিমালয় দর্শন
খেয়া
নিরুদ্দেশ
ভাঙার গান
চন্দ্রনাথ
আমরা
(এবং আগের সবকটি রচনা।)
অব্যয়
ক্রিয়া
গল্পলিখন
প্রবন্ধ রচনা
(এবং আগের সমস্ত অধ্যায়।)
স্বর্ণপর্ণী।

নমুনা প্রশ্নোত্তরঃ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

error: Content is protected !!