একাদশ শ্রেণির নতুন পাঠ্যসূচিতে (HS New Syllabus 2024) প্রথম সেমিস্টারে একটি ভারতীয় কবিতা রয়েছে। তেলুগু ভাষার বিশিষ্ট কবি ভারভারা রাওয়ের লেখা ‘চারণ কবি’।
পাঠ্য কবিতা: | চারণকবি |
রচয়িতা: | ভারভারা রাও |
অনুবাদ: | শঙ্খ ঘোষ |
চারণ কবি || Charon Kobi by Varvara Rao
তেলুগু ভাষার বিশিষ্ট কবি ভারভারা রাও সাধারণ মানুষের হয়ে কলম ধরেন। তাঁর কবিতাগুলি সাধারণ মানুষের উপর রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিবাদে সরব।
চারণ কবি: সারসংক্ষেপ
কথায় বলে, কলম তরবারির থেকে শক্তিশালী। কলমের এক আঁচড়ে রাজাকে সিংহাসনচ্যুত করতে পারে। এইজন্য মাঝেমাঝে কলমধারি লেখককে শাসকের চোখরাঙানি সহ্য করতে হয়। কবিকণ্ঠকে রুদ্ধ করার জন্য তাকে কারাগারের অন্ধকারে নিক্ষেপ করা হয়।
আসলে, কবির কাছে গানই হল শস্ত্র। এইজন্য রাষ্ট্রশক্তি কবিকে ভয় পায় এবং তাকে নির্বাসন দেয়। কবির কণ্ঠস্বর যাতে জনগণের কানে না পৌঁছায়, তার হাজারো ব্যবস্থা করা হয়। কিন্তু শেষপর্যন্ত কবি জনতার দরবারে এসে হাজির হন। তখন ফাঁসির মঞ্চ ধুলোয় মিশে যায় এবং তুচ্ছ ফাঁসুড়েকে ফাঁসিকাঠে ঝোলানো হয়।
চারণ কবি: বহু বিকল্পভিত্তিক (MCQ) প্রশ্নোত্তর
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যসূচি (২০২৪) অনুযায়ী একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কেবল বহু বিকল্পধর্মী প্রশ্ন (বা এমসিকিউ) থাকবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে, ‘চারণকবি’ কবিতা থেকে শীঘ্রই এমসিকিউ মক টেস্ট দেওয়া হবে।