Barir Kache Arshi Nogor Long 4
একাদশ শ্রেণী বাড়ির কাছে আরশিনগর (বড় প্রশ্ন) ৪। ‘বাড়ির কাছে আরশিনগর’ কবিতায় কবি কীভাবে রূপকের আশ্রয়ে দেহতত্ত্ব বর্ননা করেছেন? উত্তর- লালন ফকিরের ‘বাড়ির কাছে আরশিনগর’ কবিতাটিতে রূপকের আশ্রয়ে বাউল সাধনার ঈশ্বরতত্ত্ব তথা দেহতত্ত্বের কথা বলা হয়েছে। রূপক কবিতার মতো এই বাউলগানটিতেও দুরকমের অর্থ রয়েছে। সাধারণ অর্থটি হল- কবির বাড়ির কাছেই আরশিনগর নামের একটা গ্রাম আছে। …