একাদশ শ্রেণির নতুন পাঠ্যসূচিতে প্রথম সেমিস্টারে একটি আন্তর্জাতিক গল্প অন্তর্ভুক্ত হয়েছে। গ্যাব্রিয়াল গর্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুত্থুড়ে বুড়ো। এই গল্পটি আগের সিলেবাসেও একাদশ শ্রেণীর পাঠ্য ছিল।
পাঠ্য গল্প: | বিশাল ডানাওয়ালা এক থুত্থুড়ে বুড়ো |
রচয়িতা: | গ্যাব্রিয়াল গর্সিয়া মার্কেজ |
অনুবাদ: | মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় |
গল্পের ধরণ: | যাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়েলিজম |
বিশাল ডানাওয়ালা এক থুত্থুড়ে বুড়ো || Bishal Danawala Ek Thutthure Buro
লাতিন আমেরিকার নোবেল জয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গর্সিয়া মার্কেজ যাদু বাস্তবতার কাহিনী বা ম্যাজিক রিয়েলিজম-এর জন্য খ্যাত। আলোচ্য গল্পেও আমরা একজন ডানাওয়ালা বুড়ো এবং মাকড়সায় পরিণত হওয়া একটি মেয়ের পরিচয় পাব। তবে এই অতিপ্রাকৃত ব্যাপারগুলোর আড়ালে লেখক যেন অন্য কিছু বলতে চেয়েছেন, যা গল্পটি পড়লে বোঝা যাবে।
বিশাল ডানাওয়ালা এক থুত্থুড়ে বুড়ো: সারসংক্ষেপ
একটানা তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। চারিদিক অন্ধকার। পেলাইও আর এলিসেন্দ্রার নবজাত শিশুটির খুব জ্বর। এমন সময় পেলাইও তাদের উঠোনের কাদায় এক বুড়োকে পড়ে থাকতে দেখল। বুড়োটার আবার দুটো ডানা আছে। এক প্রতিবেশী মহিলাকে জানানো হলে, তিনি বলেন এ বুড়ো আসলে একজন দেবদূত। ফোগলা মুখ, টাকমাথার বুড়োটা সত্যি দেবদুত ছিল কিনা কেউ জানে না, কারণ সে কোনো কথা বলেনি। তবে, তাঁর ডানাগুলো আসল ছিল।
যাইহোক, বুড়োকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমালো। পেলাইও আর এলিসেন্দা বুড়োকে দেখার জন্য পাঁচ সেন্ট করে নিতে করতে শুরু করল। ভিড় ক্রমাগত বাড়তেই থাকল এবং তাদের ঘরগুলি পয়সায় ভরে গেল।
ইতিমধ্যে শহরে এসে হাজির হলো একটি ভ্রাম্যমান প্রদর্শনী, যার মূল আকর্ষণ ছিল মাকড়সায় পরিণত হওয়া একটি মেয়ে। দেবদুতের দর্শকসংখ্যা কমতে লাগলো। দেবদূতের দর্শনি বাবদ যে টাকা আদায় হয়েছিল, তা দিয়ে পেলাইওরা নতুন বাড়ি বানালো এবং তাদের সমস্ত শখ পূরণ করল।
নতুন বাড়িতে এসে দেবদূতকে তাদের বোঝা মনে হতো লাগলো। শেষ পর্যন্ত একদিন দেবদূত তারা ডানা মেলে উড়ে আকাশে চলে গেল এবং এলিসেন্দা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।
বিশাল ডানাওয়ালা এক থুথুড়ে বুড়ো: বহু বিকল্পভিত্তিক (MCQ) প্রশ্নোত্তর
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যসূচি (২০২৪) অনুযায়ী একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কেবল বহু বিকল্পধর্মী প্রশ্ন (বা এমসিকিউ) থাকবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে, ‘বিশাল ডানাওয়ালা এক থুথুড়ে বুড়ো’ গল্প থেকে শীঘ্রই এমসিকিউ মক টেস্ট দেওয়া হবে।