বাংলা গানের ধারা || Bangla Ganer Dhara
WBCHSE Class 12 (Twelve) Bengali- Bangla Ganer Dhara Long Question || উচ্চমাধ্যমিক বাংলা সংস্কৃতির ইতিহাস- বাংলা গানের ধারা অধ্যায় থেকে বড় প্রশ্ন। প্রশ্নের বিষয় বাংলা লোকসঙ্গীত বা লোকগান। প্রশ্নের বিষয় বাউল গান।
প্রশ্নঃ বাংলার দুটি লোকসংগীতের ধারার নাম লেখো। যে-কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪ (২০১৬)
উত্তরঃ বাংলা লোকসংগীতের ভান্ডার বেশ সমৃদ্ধ। বাংলার দুটি লোকসংগীতের ধারা হল- সারিগান এবং বাউল।
বাউলগানঃ বাংলার গ্রামে গ্রামে গেরুয়া বসনধারী, হাতে একতারা নিয়ে যারা আপনমনে গান গেয়ে যায়, তাদেরকে বলা হয় বাউল। বাউল হল এক সাধক সম্প্রদায়। তারা গানের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করে থাকে। তাদের গানকে বলা হয় বাউলগান। এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বাধিক জনপ্রিয় লোকগান হল বাউলগান।
বৈশিষ্ট্যসমূহঃ
১) ধর্মীয় সংকীর্ণতার উর্দ্ধে- বাউল সাধকরা ধর্মীয় ভেদাভেদ বা জাতপাতের ঊর্ধ্বে মানবতার গান গায়।
২) দেহতত্ত্ব- বাউল সাধকদের মতে, দেহের মধ্যেই থাকেন ঈশ্বর। তাদের মতে, ঈশ্বর সাধনা মানে দেহ সাধনা। সেইজন্য তাদের গানেও গূঢ় দেহতত্ত্বের আভাস থাকে। তবে, সকলের পক্ষে সেই ইঙ্গিত বোঝা সম্ভব নয়।
৩) একতারা- সাধারণত একতারা সহযোগে বাউল গান গাওয়া হয়।
অনেক পন্ডিতের মতে, বাংলাদেশে বাউল মতের উদ্ভব সতের শতকে। তবে, মূলত উনিশ শতক থেকেই বাউল গান জনপ্রিয়তা অর্জন করে। লালন ফকির ছিলেন বাউল গানের অন্যতম প্রবক্তা। তাঁর অনেক গান আজও সমান জনপ্রিয়। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বাউল গানের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বাউল গানের অন্যান্য স্বনামধন্য শিল্পীরা হলেন গোষ্ঠ গোপাল দাস, পূর্ণদাস বাউল প্রমুখ। (শব্দ সংখ্যা- ১৬৬)
এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্ন