একাদশ শ্রেণী
বাড়ির কাছে আরশীনগর
বড় প্রশ্ন (মান-৫)
৩। “তবু লক্ষ যোজন ফাঁক রে”- কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক? একত্র থেকেও এই দূরত্বের কারণ কী? ২+৩ অথবা,
আমি একদিনও না দেখিলাম তারে- এখানে কার কথা বলা হয়েছে। বক্তার সঙ্গে উদ্দিষ্ট ব্যাক্তির দেখা না হওয়ার কারণ কী?
উত্তর- উনবিংশ শতকের শ্রেষ্ঠ বাউল সাধক লালন ফকিরের ‘বাড়ীর কাছে আরশীনগর’ কবিতায় কবি তাঁর পড়শী বা ‘মনের মানুষের’ দেখা পাননি। একত্র থেকেও কবি ও তাঁর পড়শীর মধ্যে লক্ষ যোজন ফাঁক রয়ে গেছে।
কবিতাটিতে রূপকের আশ্রয়ে বাউল সাধনার ঈশ্বরতত্ত্ব উপস্থাপিত হয়েছে। বাউলদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর থাকেন মানুষের মনের মধ্যে। এই কবিতায় বাড়ি বলতে শরীর এবং আরশীনগর বলতে “শুদ্ধতম মনকে” বোঝানো হয়েছে। আরশীনগরের নিবাসী পড়শী হলেন কবির আরাধ্য ঈশ্বর। বাড়ির কাছেই থাকেন পড়শী অথচ কবি দুঃখ করে বলেছেন- “আমি একদিনও না দেখিলাম তারে”।
পরের পাতায়