বাংলা লোকসঙ্গীতের পরিচয়

বাংলা গানের ধারা || Bangla Ganer Dhara

WBCHSE Class 12 (Twelve) Bengali- Bangla Ganer Dhara Long Question || উচ্চমাধ্যমিক বাংলা সংস্কৃতির ইতিহাস- বাংলা গানের ধারা অধ্যায় থেকে বড় প্রশ্ন। প্রশ্নের বিষয় বাংলা লোকসঙ্গীত বা লোকগান।

প্রশ্ন- লোকগীতি বলতে কী বোঝ? বাংলা লোকগানের বিভিন্ন ধারা আলোচনা কর।

উত্তরঃ লোকসংস্কৃতির সর্বাপেক্ষা বৈচিত্র্যময় শাখাটি হল লোকসঙ্গীত বা লোকগীতি বা লোকগান। সাধারণ অর্থে লোকগীতি হল লোকসমাজের গান। এখানে লোকসমাজ হল একটি নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে বসবাসকারী, প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কে আবদ্ধ, সহজাত সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ জনসমাজ। লোকগীতির কথায় এবং সুরে সেই লোকসমাজের মাটির গন্ধ মিশে থাকে।
বাংলা লোকগীতির বিভিন্ন ধারা- বাংলা লোকগীতির ধারাটিও বৈচিত্র্যপুর্ন। একেক রকম প্রাকৃতিক পরিবেশে একেক ধারার লোকগীতির জন্ম এবং বিকাশ হয়েছে। সেগুলি হল-

বাংলা লোকসঙ্গীতের ধারা
বাংলা লোকসঙ্গীতের ধারা

১) সারিগান- এটি নৌকার মাঝিমল্লাদের গান। সারিবদ্ধভাবে গাওয়া হয় বলেই এই নামকরণ। নৌকার হালধরা পটমাঝি গান শুরু করলে বাকি মাঝিরাও তাতে যোগ দেয়। গানের বিষয় পৌরাণিক দেবদেবী অথবা লৌকিক নায়ক-নায়িকা। গানের প্রকৃতি আখ্যানধর্মী।

২) ভাটিয়ালি- পুর্ববঙ্গের মাঝিমল্লাদের গান ভাটিয়ালি। তবে এই গান একক গাওয়া হয়। গানের প্রকৃতি লিরিক্যাল বা গীতিধর্মী।

৩) ভাওয়াইয়া ও অন্যান্য- ভাওয়াইয়া উত্তরবঙ্গে প্রচলিত। এই গানের গায়ককে বলা হয় ‘বাউদিয়া’ অর্থাৎ ‘বিবাগি’। বাউল, ফকিরি গানের সঙ্গে এই গানের মিল রয়েছে। ভাওয়াইয়া ছাড়া উত্তরবঙ্গে প্রচলিত রয়েছে ‘খেপা-খেপির গান’, ‘গাড়োয়ালি’, ‘মৈষাল’ আর ‘চটকা’। খেপা-খেপির গান দেহতত্বের গান, গাড়োয়ালি হল গাড়োয়ানকে উদ্দেশ্য করে গাওয়া গান, মৈষাল গানের বিষয়বস্তু লৌকিক প্রেমকথা আর চটকা হল ব্যাঙ্গাত্মক লঘুচালের গান।

৪) ঝুমুর- পুরুলিয়া, বাঁকুড়া ছাড়াও সমগ্র ছোটনাগপুর অঞ্চলে নানা রূপে ঝুমুরের প্রচলন রয়েছে। গানের বিষয় কখনো লৌকিক কখনো পৌরাণিক।

৫) জারি- ময়মনসিংহে মুসলমান সমাজে প্রচলিত করুণ সুরের গান। সাধারণত মহরমের সময় গাওয়া হয় এই গান।

৬) বাউল ও অন্যান্য দেহাত্মবাদী গান- বাংলা লোকগীতির সবচেয়ে সমৃদ্ধ ধারাটি হল বাউল, ফকিরি, মারফতি, মুরশিদা প্রভৃতি দেহাত্মবাদী গানের ধারাটি। এরা সকলেই সাম্প্রদায়িকতার উর্দ্ধে এক বৈষম্যহীন সমাজের কথা বলে। (শব্দ সংখ্যা- ২৩০)

এই অধ্যায় থেকে অন্যান্য প্রশ্ন

error: Content is protected !!