পরবর্তীকালেও রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে কলকাতা সবথেকে প্রভাবশালী অঞ্চল। বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানি শহর কলকাতা। অধিকাংশ প্রশাসনিক দপ্তরগুলি কলকাতায় রয়েছে।
২) অর্থনৈতিক- অর্থনীতি পরোক্ষভাবে সংস্কৃতিকে প্রভাবিত করে। যে অঞ্চল অর্থনৈতিক দিক থেকে উন্নত সেই অঞ্চলের উপভাষা বিশেষ মান্যতা পায়। ভাগীরথী-হুগলী নদীর দুই পাশে একসময় নানারকম শিল্প গড়ে উঠেছিল। সেইজন্য অর্থনৈতিক দিক থেকে এই অঞ্চলটি ছিল বিশেষ গুরুত্বপুর্ণ। এই দুটি কারণে এই অঞ্চলের উপভাষা অর্থাৎ রাঢ়ী ভাষা মান্য বাংলা ভাষার মর্যাদা পেয়েছ