শিকার কবিতার শিকারীদের মনস্তত্ব

পাঠ্য কবিতা- শিকার

কবি- জীবনানন্দ দাশ

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- ‘শিকার’ কবিতার শিকারীদের মনস্তত্ব ।  (৫)

উত্তর- জীবনানন্দ দাশের শিকারকবিতায় একটি হরিণ শিকারের ঘটনার উল্লেখ রয়েছে। কবিতাটির দ্বিতীয় স্তবকে দেখা যায় যে একদল টেরিকাটা শহুরে মানুষ প্রকৃতির কোল থেকে একটি নিষ্পাপ হরিণের প্রান ছিনিয়ে নিয়েছে। শুধু নির্বিচারে হরিণ হত্যা নয়- তাকে রান্না করে রসনার তৃপ্তি করেছে।

জীবনানন্দের শিকার কবিতা
জীবনানন্দ দাশের কবিতা শিকার

কথায় আছে আপনা মাংসে হরিণী জগতের শত্রুআদিম মানুষ তাদের ক্ষুন্নিবৃত্তির  জন্য হরিণ শিকার করত। কিন্তু এই কবিতায় হরিণের শিকারীরা আদিম মানুষ নয়- শুধু তাদের প্রবৃত্তিটা আদিম। আসলে, এইসব শহুরে মানুষের শিকার-বাসনার কারণ লুকিয়ে আছে তাদের মনস্তত্বে। 

মনবিদ্যায় একটি কথা আছে- Sadistic Pleasure, যার অর্থ অপরকে যন্ত্রণা পেতে দেখে আনন্দ অনুভব করা। এই কবিতার শিকারীরা সেই পাশবিক Sadistic Pleasure পাওয়ার জন্যই নিষ্পাপ হরিণটিকে হত্যা করেছিল।

দ্বিতীয়ত বলা যায়, নগর জীবনের একঘেয়েমি, নিস্তরঙ্গতা শহুরে মানুষদের তিলে তিলে শেষ করে দেয়। তাই নিথর জলের বুকে ঢিল মেরে একটুখানি প্রান ফিরে পেতে শিকারের নামে এই নিষ্ঠুর নিধনযজ্ঞের আয়োজন করে তারা।

error: Content is protected !!