বাঙালির বিজ্ঞানচর্চা

বাঙালির বিজ্ঞানচর্চা এমসিকিউ টেস্ট || Bangalir Bigyan Sadhona MCQ Test

বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাস অধ্যায়টি এতোই তথ্যবহুল যে প্রতি লাইন থেকে প্রশ্ন আসতে পারে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই ভিডিওটি বানানো হল। ভিডিওটিতে সমগ্র অধ্যায়ের সব তথ্য সংক্ষেপে তুলে ধরা হল। আগে ভিডিওটি দেখো তারপর নিচের এমসিকিউ টেস্টের উত্তর দাও।

সঠিক উত্তরটি নির্বাচন করো।

1. ইণ্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন-
(উঃ মাঃ ২০১৬)

 
 
 
 

2. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেছিলেন?

 
 
 
 

3. প্রথম বাঙালি মনোবিজ্ঞানী হিসেবে কে স্মরণীয় হয়ে থাকবেন?

 
 
 
 

4. আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশাের রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? (উঃ মাঃ ২০১৬)

 
 
 
 

5. কোন বাঙালি চিকিৎসাবিজ্ঞানী কালা জ্বরের প্রতিষেধক তৈরি করেছিলেন?

 
 
 
 

6. “সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব” বইটি কার লেখা?

 
 
 
 

7. কোন বাঙালি উদ্যোগপতি ‘কুন্তলীন’ সাহিত্য পুরস্কার চালু করেন?

 
 
 
 

8. বনফুল তার ‘অগ্নিশ্বর’ উপন্যাসে কোন চিকিৎসকের জীবনী তুলে ধরেছিলেন?

 
 
 
 

9. কোন বাঙালি চিকিৎসা বিজ্ঞানীর উল্লেখযোগ্য গবেষণা হলো “সিরোসিস অফ লিভার ইন চিল্ড্রেন”?

 
 
 
 

10. বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক কে?

 
 
 
 

উঃমাঃ বাংলা অধ্যায়ভিত্তিক MCQ টেস্ট

error: Content is protected !!