ভাষাবিজ্ঞান এমসিকিউ টেস্ট ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা এমসিকিউ টেস্ট ভাষাবিজ্ঞান প্রথম অধ্যায় এমসিকিউ সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. নিচের কোন বিষয়টি ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? শৈলীবিজ্ঞান নৃভাষাবিজ্ঞান ধ্বনিবিজ্ঞান অভিধান বিজ্ঞান 2. ভাষাবিজ্ঞানেরর প্রধান শাখা কয়টি? চারটি পাঁচটি ছটি সাতটি 3. LAD কথাটির পূর্ণ রূপ কী? Learners Analytic Device Language Analoge Device Language Arrangement Device Language Acquisition Device 4. ‘ডিকশনারি’ শব্দটি প্রথম পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন-ইংরেজি অভিধানে যেটি প্রকাশিত হয়েছিল- ১৫৩৮ খ্রিস্টাব্দে ১৬৩৮ খ্রিস্টাব্দে ১৭৩৮ খ্রিস্টাব্দে ১৮৩৮ খ্রিস্টাব্দে 5. সমাজভাষাবিজ্ঞানের কোন শাখায় অনুবাদনীতি সম্পর্কে আলোচনা করা হয়? ঐতিহাসিক সমাজভাষাবিজ্ঞান পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞান প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান সচল সমাজভাষাবিজ্ঞান 6. নিচের কোনটি প্রধান ভাষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? ধ্বনিবিজ্ঞান শৈলীবিজ্ঞান ধ্বনিতত্ত্ব রুপতত্ত্ব 7. তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা শুরু করেন- স্যার উইলিয়াম জোন্স স্যার উইলিয়াম কেরি জোশুয়া মার্শম্যান নোয়াম চমস্কি 8. কাকে ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলা হয়? ব্যাকরন অভিধান শৈলী মনোভাষাবিজ্ঞান 9. ‘নিরুক্ত’ গ্রন্থটি কার লেখা? পাণিনি ব্যাস যাস্ক পতঞ্জলি 10. কে বলেছেন শৈলী হল “চিন্তার পোশাক”? মিলিচ স্যামুয়েল ওয়েসলি লিওনার্দ ব্লুমফিল্ড নোয়াম চমস্কি 11. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব প্রভৃতি বিষয় ভাষাবিজ্ঞানের কোন আলোচনাপদ্ধতির মধ্যে পড়ে? ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞান ওপরের কোনোটিই নয় 12. LAS কথাটির পূর্ণরূপ কী? Language Acquisition System Language Acquisition School Language Acquisition Sollution Language Acquisition Service 13. অভিধানবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কোনটি? Syntax Dictionarius Dictionary Lexicography 14. ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হল কোন একটি ভাষার বিবর্তন কয়েকটি ভাষার মধ্যে তুলনা ভাষার বর্তমান রূপ ভাষান্তর 15. কে ভারতে অভিধান রচনার সূত্রপাত করেন? যাস্ক পাণিনি বাল্মীকি ভরতমুনি Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related