সুয়েজখালেঃ হাঙ্গর শিকার
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “হে ভারতের শ্রমজীবী”- শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ‘সুয়েজখালে হাঙ্গর শিকার’ রচনা অবলম্বনে লেখ। ৫
উত্তর- স্বামী বিবেকানন্দের ‘পরিব্রাজক’ গ্রন্থের অন্তর্গত ‘সুয়েজখালেঃ হাঙ্গর শিকার’ প্রবন্ধে ভারতের অতীত ঐতিহ্য সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক ভারতের শ্রমজীবীদের মাহাত্ম্য বর্ণনা করেছেন।
প্রথমেই স্বামীজি বলেছেন তাদের অনলস পরিশ্রমের কথা। প্রাচীনকাল থেকেই ভারতীয় সভ্যতা একটি সম্পদশালী সভ্যতা হিসাবে বহির্বিশ্বে খ্যাত ছিল আর এই সম্পদের ভিত্তি ছিল ভারতের শ্রমজীবী মানুষ। এই সম্পদের টানে বহু বিদেশী জাতি ভারতে ছুটে এসেছে- কেউ বাণিজ্য করার জন্য আবার, কেউ বা লুণ্ঠন করার জন্য। এইজন্য স্বামীজি বলেছেন- পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ প্রভৃতি জাতির ঐশ্বর্য হল এই সব সাধারণ মানুষের শ্রমদানের ফল।
পরের পাতায়