সুয়েজখালেঃ হাঙ্গর শিকার
বড় প্রশ্ন (মান-৫)
১) “যাঃ, টোপ খুলে গেল! হাঙ্গর পালালো।”- টোপ খুলে হাঙ্গর কীভাবে পালিয়েছিল তা রচনাংশ অবলম্বনে লেখ। ৫
উত্তর- স্বামী বিবেকানন্দের ‘সুয়েজখালে: হাঙ্গর শিকার’ প্রবন্ধে জাহাজযাত্রীদের দ্বারা হাঙ্গর শিকারের একটি সরস বিবরণ পাওয়া যায়।
জাহাজের দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের মধ্যে একজন ফৌজি লোক ছিলেন যার সীমাহীন উৎসাহে অন্যান্য যাত্রীগণ হাঙ্গর শিকারের কর্মযজ্ঞে যোগ দিয়েছিলেন। হাঙ্গর ধরার জন্য বিশেষ বড়শিতে মাংসের টোপ দিয়ে জলে ফেলে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে হাঙ্গর এল টোপের কাছাকাছি এবং বিশালাকার লেজ একটু হেললো। কিন্তু এই হাঙ্গরটিও যেন চালাক প্রকৃতির ছিল- যেন সে বুঝে ফেলেছিল তাকে ধরবারই আয়োজন চলছে। টোপ না গিলে সে ঘুরে চলে গেল।
পরের পাতায়