রূপতত্ত্ব এমসিকিউ রূপতত্ত্ব এমসিকিউ টেস্ট রূপতত্ত্ব এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে- (উঃ মাঃ ২০১৭) সমাস পদদ্বৈত সন্ধি প্রত্যয় 2. ‘হাঁসজারু’ শব্দটি একটি- ক্র্যানবেরি রূপমূল জোড়কলম শব্দ ফাঁকা রূপ শূন্য রূপ 3. রূপমূল হল – (উঃ মাঃ ২০১৫) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক পদের গঠনবৈচিত্র শব্দর্থের উপাদান ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক 4. সমম্বয়ী রূপমূল কোনটি? বিভক্তি প্রত্যয় উপসর্গ কোনোটিই নয় 5. রূপতত্ত্ব অনুযায়ী সমাস কয় প্রকার? তিন প্রকার পাঁচ প্রকার ছয় প্রকার সাত প্রকার 6. একটি ‘শূন্য রূপ’ হল- ব্যাঙমা-ব্যাঙমি প্রত্যয় উপসর্গ শূন্য বিভক্তি 7. নিষ্পাদক রূপমূল হল- প্রত্যয় উপসর্গ প্রত্যয় ও উপসর্গ উভয়ই কোনোটিই নয় 8. রূপতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কী? Morphology Phonology Phonetics Semantics 9. যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়— (উঃ মাঃ ২০১৮) বিভক্তি প্রত্যয় উপসর্গ অনুসর্গ 10. ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ হল- প্রলাপ শব্দের ‘লাপ’ প্রলাপ শব্দের ‘প্র’ উপগ্রহ শব্দের ‘উপ’ উপগ্রহ শব্দের ‘গ্রহ’ Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related