পদ্মাবতী কাব্য ও তার কবি

দ্বিতীয়ত- মধ্যযুগে রচিত হলেও ‘পদ্মাবতী’ কোনো ধর্মীয় সাহিত্য নয়। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, মধ্যযুগে রচিত অধিকাংশ সাহিত্যই প্রকারান্তরে ধর্মীয় উপাখ্যান। কিন্তু ‘পদ্মাবতী’ এক্ষেত্রে একটি উজ্জ্বল ব্যতিক্রম।

তৃতীয়ত, আলাওলের কাব্যে তৎকালীন বাঙালি সমাজের কিছু আচার অভ্যাসের পরিচয় মেলে যা একান্তভাবেই কবির নিজস্ব সংযোজন।

Pages: 1 2

error: Content is protected !!