বাংলা সাহিত্যের ইতিহাস
একাদশ শ্রেণী
প্রশ্ন- কোন রাজসভার কোন কবি ‘পদ্মাবতী’ রচনা করেছিলেন? এই কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১+৪
উত্তর- আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওল ‘পদ্মাবতী’ কাব্যটি রচনা করেছিলেন।
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ইতিহাসে আরাকান রাজসভার সাহিত্যচর্চা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই রাজসভার দৌলত কাজী, সৈয়দ আলাওলের মতো খ্যাতিমান কবিদের রচনায় বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। ‘পদ্মাবতী’ কাব্যটি সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ রচনা। একনজরে দেখে নেওয়া যাক কাব্যটির প্রধান প্রধান বৈশিষ্ট্য।
প্রথমত- ‘পদ্মাবতী’ কবির মৌলিক রচনা নয়, কবি মহম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ অবলম্বনে কাব্যটি রচিত হয়েছে। তবে অনুবাদ কাব্য হলেও ‘পদ্মাবতী’ মূল কাব্যের অনুকরণ নয়- অনেক ক্ষেত্রেই আলাওলের কবিমনের কল্পনা এতে যোগ হয়েছে।
পরের পাতায়