“আমি তার মাথায় চড়ি”…

নুন

কবি- জয় গোস্বামী

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- “আমি তার মাথায় চড়ি” –কে, কার মাথায় চড়ে? পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো৷ ২+৩

উত্তর- কবি জয় গোস্বামীর ‘নুন’ কবিতায় কথক রাগের মাথায় চড়ে।

নুন
জয় গোস্বামীর নুন কবিতা

‘নুন’ কবিতাটি “দিন আনি দিন খাই” মানুষের যন্ত্রণাময় জীবনযাপনের দিনলিপি। আর্থিকভাবে অসচ্ছল এইসব মানুষেরা “অল্পেই খুশি”। যত দিন যায় তাদের না-পাওয়ার অংকটা বাড়তেই থাকে, তবু তারা সগর্বে বলে- “কী হবে দুঃখ করে?” অসুখ করলে তাদের ধার করা ছাড়া উপায় থাকে না; কখনো অর্থাভাবে নিরন্ন দিন কাটাতে হয়। এইসব দুঃখ-কষ্ট যেন তাদের গা-সওয়া হয়ে গেছে। মাঝে মাঝে দুঃখ ভোলার জন্য তারা গঞ্জিকা সেবন করে ঠিকই, কিন্তু সেটাও রাতের অন্ধকারে। সেইজন্য ভদ্রসমাজ তাদের দুঃখটা ঠিক বুঝতে পারেনা।

তারপর একদিন সহ্যের সীমা মাত্রা অতিক্রম করে যায়। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পর রাত্রিবেলায় খেতে বসে যখন ঠাণ্ডা ভাতে নুনটুকু জোটে না তখন রাগ হওয়াই স্বাভাবিক। রাগ ক্রমশ বাড়তে থাকে। এতদিন ধরে না-পাওয়ার যন্ত্রনা ক্ষোভে পরিণত হয় এবং তাদের ক্ষোভের কথা পাড়ার ভদ্র-অভদ্র কারো জানতে বাকি থাকে না। কথকের ভাষায়-
“বাপ-ব্যাটা দু’ভাই মিলে সারা পাড়া মাথায় করি।”
এভাবেই ক্ষুধার জ্বালা তাদের লোকলজ্জার কথা ভুলিয়ে দেয়। রাগ প্রশমিত হলে, সমাজের কাছে তারা অকপটে দাবি জানায়-
“আমাদের শুকনো পাতে লবণের ব্যবস্থা হোক”।

error: Content is protected !!