“কিন্তু পুঁতবো কোথায়”…

নুন

কবি- জয় গোস্বামী

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- “কিন্তু পুঁতবো কোথায়”- কী পোঁতার কথা বলা হয়েছে? এই কথাটিতে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে নিজের ভাষায় লেখো। ১+৪

উত্তর- কবি জয় গোস্বামীর ‘নুন’ কবিতায় গোলাপ ফুলের চারা পোঁতার কথা বলা হয়েছে।

জয় গোস্বামীর কবিতা নুন
জয় গোস্বামীর কবিতা নুন

অভাবের সংসারে খেয়ে-পরে বেঁচে থাকাটাই সবথেকে বড় পরীক্ষা। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন ক্ষুধার্ত মানুষের চোখে “পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”। কিন্তু মানুষ মাত্রই সৌন্দর্য‍্যের পূজারী। হতদরিদ্র মানুষও সুযোগ পেলে সৌন্দর্য‍্য-বিলাসী হয়ে ওঠে। তেমনটাই দেখা যায় ‘নুন’ কবিতায়। বক্তা একদিন বাজার থেকে একটি গোলাপচারা নিয়ে আসে। কিন্তু গোলাপ চারা আনলেই তো আর গোলাপফুল পাওয়া যাবে না। তখনই তার মনে প্রশ্ন জাগে “কিন্তু পুঁতবো কোথায়?”

এই ছোট্ট একটি প্রশ্নেই পাঠকের কাছে বক্তার মানসিকতা পরিষ্কার হয়ে যায়। বক্তার গোলাপচারা কেনার সামর্থ্য থাকলেও গোলাপ ফুল পরিচর্যা করার মত যথেষ্ট জায়গা নেই। কোনো এক স্বচ্ছল দিনে মাত্রাছাড়া বাজার করার পর তার অতৃপ্ত সৌন্দর্য্য-বাসনা চরিতার্থ করার জন্য গোলাপ চারা কেনার সিদ্ধান্ত হয়। কিন্তু, গোলাপ যে ‘ফুলের রানী’, তাকে ধনীর উদ্যানেই শোভা দেয়- বস্তির এক চিলতে ঘরে তার জন্য জায়গা কোথায়? আর এভাবেই বক্তার প্রশ্নটি যথাযথভাবে তার মানসিকতাকে ফুটিয়ে তুলেছে।

error: Content is protected !!