XI MCQ Telenapota Abiskar তেলেনাপোতা আবিষ্কার MCQ Test তেলেনাপোতা আবিষ্কার এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন কর: 1. যামিনীর মা তেলেনাপোতাকে বলেছে— (বার্ষিক পরীক্ষা ২০১৭) মৃত্যুপুরী পাতালপুরী প্রেতপুরী স্বর্গপুরী 2. যামিনী হল মণিদার- জ্ঞাতিস্থানীয় বোন নিজের বোন মাসতুতো বোন খুড়তুতো বোন 3. “…প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তপোশে ছিন্ন-কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে।”–‘ছিন্ন-কন্থা’র অর্থ হলাে— (বার্ষিক পরীক্ষা ২০১৪) ছেঁড়া কম্বল ছেঁড়া কাঁথা ছেঁড়া লেপ এদের কোনোটিই নয় 4. কলকাতায় ফিরে যাবার সময় তেলেনাপোতায় লেখকের কী রয়ে গিয়েছিল? ছাতা ঘড়ি মাছ ধরার সরঞ্জাম টাকা 5. গােরুর গাড়ির গাড়ােয়ান উৎসাহের সঙ্গে কী বাজাচ্ছিল? (২০১৮) মাদল খোল করতাল তবলা ক্যানেস্তারা 6. মহানগরী থেকে তেলেনাপোতার সম্ভাব্য দূরত্ব— (একাদশ বার্ষিক পরীক্ষা ২০১৫) কুড়ি মাইল বাইশ মাইল পঁচিশ মাইল ত্রিশ মাইল 7. গল্পকথকের তেলেনাপোতায় আগমণের উদ্দেশ্য কী ছিল? মৎস্যশিকার ভ্রমণ মনিদার আতিথেয়তা গ্রহণ উপরের সবকটি 8. তেলেনাপােতায় ফিরে যাওয়ার প্রস্তুতির দিনে থার্মোমিটারের পারা দেহের তাপমাত্রা জানাবে- (একাদশ বার্ষিক পরীক্ষা ২০১৬) একশো দুই ডিগ্রি একশো তিন ডিগ্রি একশো চার ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি 9. তেলেনাপােতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে ? (২০১৯) চারদিন তিনদিন দুইদিন একদিন 10. নিরঞ্জন যামিনীর মায়ের কে হয়? নিকট আত্মীয় দূর সম্পর্কের বোনপো দূর সম্পর্কের ভাইপো ছেলে 11. মাছ ধরতে গেলে লেখককে উপহাস করেছিল- ফড়িং ঘুঘু যামিনী মাছরাঙা 12. ‘বসে আছেন কেন? টান দিন।’—উক্তিটির বক্তা (একাদশ বার্ষিক ২০১৮) যামিনী মণি কথক নিরঞ্জন 13. “আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা”- বক্তা কী কথা দিয়েছিল? নিরঞ্জন ফিরে আসবে সে যামিনীকে বিয়ে করবে সে তেলেনাপোতায় ফিরে আসবে সে আর পালাবে না 14. কথকের মতে তেলেনাপোতা আবিষ্কার করার জন্য কতজন বন্ধু ও সঙ্গী থাকা উচিত? দুজন তিনজন চারজন পাঁচজন 15. ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত? কুড়িয়ে ছড়িয়ে বেনামী বন্দর পুতুল ও প্রতিমা অফুরন্ত Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related