XI MCQ Suyejkhale Hangor Shikar সুয়েজখালে হাঙ্গর শিকার MCQ Test সুয়েজখালে হাঙ্গর শিকার এমসিকিউ টেস্ট সঠিক বিকল্পটি নির্বাচন কর: 1. কোন্ মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল? (একাদশ বার্ষিক পরীক্ষা ২০১৪, ২০১৮) বনিটো তিমি ইলিশ ডলফিন 2. সুয়েজ বন্দরের প্রায় তিনদিকে রয়েছে- (একাদশ বার্ষিক পরীক্ষা ২০১৪) বালির ঢিপি আর পাহাড় অরণ্য সমুদ্র গম্বুজ 3. ‘পরিব্রাজক’ স্বামীজির কী রচনা ? (একাদশ বার্ষিক পরীক্ষা ২০১৯) রম্যরচনা অনুবাদ রচনা ভ্রমণমূলক রচনা ধর্মমূলক রচনা 4. যে মাছগুলি হাঙরের আশে – পাশে ঘুরছিল, পিঠে চড়ে বসছিল তাদের নাম ছিল- (২০১৭) বনিটো ম্যাকরেল চোষক পাইলট ফিস 5. “আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল”- কাদের কথা বলা হয়েছে? জাহাজের খালাসিরা জাহাজের কুলিরা সেকেন্ড ক্লাসের যাত্রীরা পুলিশের নৌকায় যারা ঘুমাচ্ছিল 6. কলম্বাস ভারতে আসার নতুন রাস্তা খোঁজার চেষ্টায় পার হয়েছিলেন- (বার্ষিক পরীক্ষা ২০১৬) ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর 7. ‘গতস্য শোচনা নাস্তি’ কথাটির অর্থ হল- (বার্ষিক পরীক্ষা ২০১৫) ভুলের জন্য অনুশোচনা যা চলে গেছে তার জন্য অনুশোচনা করে লাভ নেই অনুশোচনাই সংশোধনের উপায় অনুশোচনা করলেই ক্ষমা করা যায় না 8. কোন মাছ হাঙরকে খাবারের সন্ধান দেয়? চোষক আড়কাঠি মাছ বনিটো কোনোটিই নয় 9. ‘সুয়েজখালে হাঙ্গর শিকার’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? প্রাচ্য ও পাশ্চাত্য পরিব্রাজক ভারতবর্ষ কর্মযোগ 10. সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? (একাদশ বার্ষিক পরীক্ষা ২০১৯) বঙ্গোপসাগর ও আরব সাগর আর্কটিক ও আটলান্টিক ভূমধ্য সাগর ও লোহিত সাগর আরব সাগর ও ক্যারিবিয়ান সাগর 11. কোন তারিখ লেখকদের জাহাজ সুয়েজ পৌঁছেছিল? ১৪ই মে ১৪ই জুন ১৪ই জুলাই ১৪ই আগস্ট 12. “মনটা বড়ই ক্ষুন্ন হল”- লেখকের মন ক্ষুন্ন হয়েছিল কেন? হাঙরগুলো সরে গিয়েছিল হাঙর আসেনি হাঙর ধরা পড়ছে না হাঙরটির মৃত্যু দেখে 13. সুয়েজ খাল কে খনন করেন? (একাদশ বার্ষিক পরীক্ষা ২০১৮) আমুন্ডসেন কলম্বাস ফর্ডিনেন্ড দ্য লেসেপ্স মিশরের ফেরো 14. কার উৎসাহে হাঙর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল? (২০১৭ পরীক্ষা) আরব মিঞা খালাসি লেখক সেকেন্ড ক্লাসের ফৌজি 15. “ওর মাংস লাল এবং বড় সুস্বাদু”- কার মাংসের কথা বলা হয়েছে? বনিটো চোষক পাইলট ফিস হাঙর Loading … Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on Telegram (Opens in new window) Telegram Related