XI MCQ Shikkhar Sarkas শিক্ষার সার্কাস MCQ Test শিক্ষার সার্কাস এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন কর: 1. কবির মতে জ্ঞান যেখানে গেছে সেটা হল- শূন্য ধোঁকা ভাওতা ছলনা 2. ‘শিক্ষার সার্কাস’ কবিতায় উক্ত শিক্ষার্থী সব শ্রেণী শেষ হবার পর কী করবে? পরের শ্রেণীতে যাবে চাকরি করবে শিক্ষকতা করবে উপরের কোনোটিই নয় 3. ‘শিক্ষার সার্কাস’ কবিতায় কবি প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন কারণ তা- পরীক্ষাসর্বস্ব পুঁথিগত বিদ্যার উপর গুরুত্ব দেয় কাম্য জ্ঞান অর্জনের উপযুক্ত নয় উপরের সবকটি 4. শিক্ষার সার্কাস’ কবিতাটির অনুবাদক— (২০১৫) শক্তি চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় উৎপল কুমার বসু বিষ্ণু দে 5. ‘শিক্ষার সার্কাস’ কবিতা টি কে রচনা করেছেন? গার্সিয়া মার্কেজ আইয়াপ্পা পানিকর লালন ফকির রবীন্দ্রনাথ ঠাকুর 6. নিচের কোনটি আইয়াপ্পা পানিকরের লেখা একটি কাব্য? কুরুক্ষেত্রম আইয়াপ্পা পানিক্করুদে কৃতিকল চিন্তা উপরের সবকটি 7. ‘শিক্ষার সার্কাস’ কবিতায় কবি শিক্ষাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? খেলা যাদু মজা সার্কাস 8. ‘শিক্ষার সার্কাস’ কবিতায় কবির মতে সব শিক্ষায় একটি সার্কাস কারন তার সাহায্যে- মানুষ আনন্দ পায় শিক্ষার্থী পরের শ্রেণীতে উঠতে পারে শিক্ষার্থীকে জোকারে পরিণত করা হয় উপরের কোনোটিই নয় 9. ‘শিক্ষার সার্কাস’ কবিতায় কয়টি শ্রেণীর উল্লেখ আছে? চারটি পাঁচটি আটটি দশটি 10. আইয়াপ্পা পানিকর কোন ভাষার কবি ছিলেন? তামিল তেলুগু কন্নড় মালায়লম Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related