XI MCQ Sahityer Itihas (Madhya) বাংলা সাহিত্যের ইতিহাস (মধ্যযুগ) এমসিকিউ টেস্ট সাহিত্যের ইতিহাস এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন কর: 1. মালাধর বসুর কাব্যটির নাম কী? ভাগবতপুরাণ কৃষ্ণমঙ্গল শ্রীকৃষ্ণবিজয় অশ্বমেধ পর্ব 2. কে প্রথম সংস্কৃত মহাভারতকে বাংলায় অনুবাদ করেছিলেন? কবিন্দ্র পরমেশ্বর কাশিরাম দাস মালাধর বসু সঞ্জয় 3. কাকে “চৈতন্যলীলার ব্যাস” বলা হয়? কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস মুরারি গুপ্ত জয়ানন্দ 4. ঘনরাম চক্রবর্তী কোন মঙ্গলকাব্য ধারার কবি? ধর্মমঙ্গল চন্ডীমঙ্গল মনসামঙ্গল কালিকামঙ্গল 5. বাংলা রামায়ণের সবথেকে জনপ্রিয় কবি কে? মাধব কন্দলী শংকর দেব নিত্যানন্দ আচার্য কৃত্তিবাস ওঝা 6. কে প্রথম সংস্কৃত ভাগবতকে বাংলায় অনুবাদ করেন? কাশিরাম দাস মালাধর বসু যশোরাজ খান পরমানন্দ গুপ্ত 7. বাংলা সাহিত্যে কাকে “মৈথিল কোকিল” বলা হয়? জ্ঞানদাস গোবিন্দদাস বিদ্যাপতি চণ্ডীদাস 8. বৃন্দাবন দাসের লেখা চৈতন্য-জীবনী গ্রন্থটির নাম কী? চৈতন্যভাগবত চৈতন্য পুরাণ চৈতন্যচরিতামৃত চৈতন্যমঙ্গল 9. মালাধর বসুকে কী উপাধি দেওয়া হয়েছিল? গুণরাজ খান যশোরাজ খান গুণধর খান মহাকবি 10. শাক্ত পদাবলীর প্রথম এবং প্রধান কবি কে? ভারতচন্দ্র রায় রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য চূড়ামণি দাস 11. “কাশীদাসী মহাভারতের” কটি পর্ব কাশীরাম দাসের লেখা? একটি দুটি তিনটি চারটি 12. মুকুন্দ চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্যটির নাম কী? অভয়ামঙ্গল অম্বিকামঙ্গল কবিকঙ্কন চন্ডী উপরের সবকটি 13. অন্নদামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায় কাশিরাম দাস রামপ্রসাদ সেন মালাধর বসু 14. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? হরি দত্ত মানিক দত্ত বিপ্রদাস পিপলাই কেতকাদাস ক্ষেমানন্দ 15. বাংলা রামায়ণের একমাত্র মহিলা কবি কে? চন্দ্রাবতী পদ্মাবতী অপালা বসুন্ধরা 16. চন্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি কে? মানিক দত্ত মুকুন্দ চক্রবর্তী দ্বিজমাধব দ্বিজ রামদেব 17. মালাধর বসুর পৃষ্ঠপোষক কে ছিলেন? রাজা গণেশ হুসেন শাহ রুকনুদ্দিন বরবক শাহ পরাগল খান 18. কাকে চন্ডীদাসের ভাবশিষ্য বলা হয়? জ্ঞানদাস গোবিন্দদাস বলরামদাস গৌরহরিদাস 19. চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে? হরি দত্ত মানিক দত্ত মুকুন্দ চক্রবর্তী দ্বিজমাধব 20. আরাকান রাজসভার কোন কবি পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন? সৈয়দ আলাওল দৌলত কাজী সাবিরিদ খান সৈয়দ মুর্তজা Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related