XI MCQ Nun

নুন

MCQ Test

জয় গোস্বামীর নুন

সঠিক বিকল্পটি নির্বাচন কর:

1. “টান দি গঞ্জিকাতে”- কারা টান দেয়?

 
 
 
 

2. বাড়িতে ফেরার পথে কিনে আনি।’— (বার্ষিক পরীক্ষা ২০১৫)

 
 
 
 

3. ‘খেতে বসে রাগ চড়ে যায়’—কারণ— (২০১৮)

 
 
 
 

4. “আমরা তো অল্পে খুশি” তাই কথক বলেছেন-

 
 
 
 

5. “মাঝে মাঝে চলেও না দিন”- সেদিন কথক কী করে?

 
 
 
 

6. “খেতে বসে রাগ চড়ে যায়”- কারণ- (একাদশ শ্রেণীর পরীক্ষা- ২০১৬)

 
 
 
 

7. “আমাদের দিন চলে যায়”— (বার্ষিক পরীক্ষা ২০১৪)

 
 
 
 

8. “আমরা তাে সামান্য লােক” – সামান্য কথাটির তাৎপর্য হল – (বার্ষিক পরীক্ষা ২০১৯)

 
 
 
 

9. “সে অনেক পরের কথা”- কোন বিষয়ের ইঙ্গিত করা হয়েছে?

 
 
 
 

10. ‘নুন’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?

 
 
 
 

error: Content is protected !!