XI MCQ Nun নুন MCQ Test জয় গোস্বামীর নুন সঠিক বিকল্পটি নির্বাচন কর: 1. বাড়িতে ফেরার পথে কিনে আনি।’— (বার্ষিক পরীক্ষা ২০১৫) পাখির খাঁচা ফুলের টব গোলাপ চারা ফুলের তোড়া 2. “সে অনেক পরের কথা”- কোন বিষয়ের ইঙ্গিত করা হয়েছে? কাল ভাত জুটবে কি না কাল কাজ জুটবে কি না গোলাপ গাছে ফুল ফুটবে কি না অসুখ সারবে কি না 3. “আমরা তো অল্পে খুশি” তাই কথক বলেছেন- কিনে আনি গোলাপচারা বাড়ি ফিরি দুপুরপারে টান দি গঞ্জিকাতে কী হবে দুঃখ করে 4. “খেতে বসে রাগ চড়ে যায়”- কারণ- (একাদশ শ্রেণীর পরীক্ষা- ২০১৬) পরিমান মতো ভাত নেই ঠান্ডা ভাতে স্বাদ নেই ঠান্ডা ভাতে ব্যঞ্জন নেই নুন নেই ঠান্ডা ভাতে 5. “মাঝে মাঝে চলেও না দিন”- সেদিন কথক কী করে? বাড়ি ফিরে দুপুররাতে মাত্রাছাড়া বাজার করে গোলাপচারা কিনে আনে গঞ্জিকাতে টান দেয় 6. ‘নুন’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? ভুতুমভগবান ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ যারা বৃষ্টিতে ভিজেছিল ঘুমন্ত ঝাউগাছ 7. “আমরা তাে সামান্য লােক” – সামান্য কথাটির তাৎপর্য হল – (বার্ষিক পরীক্ষা ২০১৯) অবহেলিত লাঞ্ছিত মানুষ দয়ালু মানুষ জনসাধারণ গুণীব্যক্তি 8. ‘খেতে বসে রাগ চড়ে যায়’—কারণ— (২০১৮) অনেক বেশি খাবার দেখে ভাত শুকনো বলে গোলাপ চারায় ফুল হয়না বলে ঠান্ডা ভাতে নুন না থাকায় 9. “আমাদের দিন চলে যায়”— (বার্ষিক পরীক্ষা ২০১৪) হেসেকেঁদে দুঃখ করে বাজার করে সাধারণ ভাতকাপড়ে 10. “টান দি গঞ্জিকাতে”- কারা টান দেয়? বাপবেটা শ্বশুর-জামাই দুইভাই প্রতিবেশীরা Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related