XI mcq Niladhwojer Proti Jana নীলধ্বজের প্রতি জনা MCQ Test সঠিক উত্তরটি নির্বাচন কর: 1. “লোকমাতা রমা কি হে এ ভ্রষ্টা রমণী?”- কাকে ‘ভ্রষ্টা রমণী’ বলা হয়েছে? কুন্তী দ্রৌপদী জনা ইন্দিরা 2. ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় কাকে ‘পৌরব- গৌরব’ বলা হয়েছে? পিতামহ ভীষ্ম দ্রোনাচার্য যুধিষ্ঠির অর্জুন 3. এই কবিতায় কাকে ‘পাণ্ডুরথী’ বলা হয়েছে? যুধিষ্ঠির পাণ্ডব ভীম অর্জুন 4. “কি কুছলে নরাধম বধিল তাঁহারে”- কাকে বধ করার কথা বলা হয়েছে? দ্রোনাচার্য কর্ণ ভীষ্ম প্রবীর 5. জনা কোথায় প্রাণ বিসর্জন দিতে চলেছেন? যমুনার জলে জাহ্নবীর জলে সাগরের জলে কোনোটিই নয় 6. “পিতা ব্রাহ্মণ”- কার পিতার কথা বলা হয়েছে? অর্জুন ব্যাসদেব পরাশর মুনি সত্যবতী 7. এই কবিতায় কাকে ‘কু-কুলের কুলাচার্য’ বলা হয়েছে? শিখন্ডী ভীষ্ম পিতামহ দ্রোনাচার্য ব্যাসদেব 8. জনার পুত্রের নাম কী? প্রবীর প্রতাপ প্রণব প্রবীণ 9. নীলধ্বজ কোথাকার রাজা? হস্তিনাপুর পাঞ্চাল মাহেশ্বরপুরী মথুরা 10. এই কবিতায় কাকে ‘ফাল্গুনী’ বলা হয়েছে? কুন্তী দ্রৌপদী কৃষ্ণ অর্জুন 11. “শাশুড়ির যোগ্য বধূ” কাকে বলা হয়েছে? কুন্তী জনা ইন্দিরা দ্রৌপদী 12. “ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দুর্ম্মতি স্বয়ম্বরে”- উদ্দিষ্ট ব্যক্তি কীসের ছদ্মবেশ ধারণ করেছিলেন? বৃহন্নলা ব্রাহ্মণ ক্ষত্রিয় বণিক 13. “যথাসাধ্য কে যুঝিল”- ‘যুঝিল’ শব্দের অর্থ কী? যুক্তি করল যত্ন করল যুদ্ধ করল যাত্রা করল 14. “নীলধ্বজের প্রতি জনা” কবিতাটির উৎস মহাভারতের কোন পর্বে রয়েছে? শান্তি পর্ব অশ্বমেধ পর্ব উদ্যোগ পর্ব বিরাট পর্ব 15. মহাভারতের চরিত্র পাঞ্চলী কোন নামে অধিক পরিচিত? সুভদ্রা সত্যবতী দ্রৌপদী কুন্তী 16. ব্যাসদেবের মাতা ছিলেন একজন- ক্ষত্রিয় কন্যা ধীবর কন্যা ব্রাহ্মণ কন্যা কোনোটিই নয় 17. এই কবিতায় মহারথী প্রথা লঙ্ঘন করে কাকে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ আছে? অর্জুন কর্ণ অশ্বত্থামা পিতামহ ভীষ্ম 18. খাণ্ডব বন দহন করার সময় কে পার্থকে সাহায্য করেছিল? দ্রোনাচার্য পিতামহ ভীষ্ম অগ্নিদেব কৃষ্ণ 19. কার সহকারে ভীষ্মকে বধ করা হয়েছিল? অর্জুন কৃষ্ণ ধৃতরাষ্ট্র শিখন্ডী 20. কে কখনো দাবানল নেভাতে পারে না- জনার অশ্রু বৃষ্টি কুরঙ্গীর অশ্রুবারি প্রবীরের অশ্রু Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related