XI mcq Niladhwojer Proti Jana

নীলধ্বজের প্রতি জনা

MCQ Test

সঠিক উত্তরটি নির্বাচন কর:

1. নীলধ্বজ কোথাকার রাজা?

 
 
 
 

2. খাণ্ডব বন দহন করার সময় কে পার্থকে সাহায্য করেছিল?

 
 
 
 

3.

“ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দুর্ম্মতি স্বয়ম্বরে”- উদ্দিষ্ট ব্যক্তি কীসের ছদ্মবেশ ধারণ করেছিলেন?

 
 
 
 

4.

“লোকমাতা রমা কি হে এ ভ্রষ্টা রমণী?”- কাকে ‘ভ্রষ্টা রমণী’ বলা হয়েছে?

 
 
 
 

5.

কার সহকারে ভীষ্মকে বধ করা হয়েছিল?

 
 
 
 

6. জনার পুত্রের নাম কী?

 
 
 
 

7. “কি কুছলে নরাধম বধিল তাঁহারে”- কাকে বধ করার কথা বলা হয়েছে?

 
 
 
 

8. এই কবিতায় মহারথী প্রথা লঙ্ঘন করে কাকে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ আছে?

 
 
 
 

9. কে কখনো দাবানল নেভাতে পারে না-

 
 
 
 

10. জনা কোথায় প্রাণ বিসর্জন দিতে চলেছেন?

 
 
 
 

11.

‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় কাকে ‘পৌরব- গৌরব’ বলা হয়েছে?

 
 
 
 

12. “যথাসাধ্য কে যুঝিল”- ‘যুঝিল’ শব্দের অর্থ কী?

 
 
 
 

13. মহাভারতের চরিত্র পাঞ্চলী কোন নামে অধিক পরিচিত?

 
 
 
 

14. “শাশুড়ির যোগ্য বধূ” কাকে বলা হয়েছে?

 
 
 
 

15. এই কবিতায় কাকে ‘কু-কুলের কুলাচার্য’ বলা হয়েছে?

 
 
 
 

16. ব্যাসদেবের মাতা ছিলেন একজন-

 
 
 
 

17. এই কবিতায় কাকে ‘পাণ্ডুরথী’ বলা হয়েছে?

 
 
 
 

18. “পিতা ব্রাহ্মণ”- কার পিতার কথা বলা হয়েছে?

 
 
 
 

19. এই কবিতায় কাকে ‘ফাল্গুনী’ বলা হয়েছে?

 
 
 
 

20. “নীলধ্বজের প্রতি জনা” কবিতাটির উৎস মহাভারতের কোন পর্বে রয়েছে?

 
 
 
 

error: Content is protected !!