XI MCQ Kartar Bhoot কর্তার ভূত MCQ Test কর্তার ভূত এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন কর: 1. “যেমন করে পারি ভূত ছাড়াব।”—উক্তিটির বক্তা হলাে— (২০১৪) মাসিপিসি ভুতের নায়েব পিসতুতো-মাসতুতোর দল অর্বাচীনেরা 2. জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হল— (২০১৬) চোখ বুজে চলা চোখ খুলে চলা গুটুসুটি হয়ে চলা জোরে জোরে হাঁটা 3. “আগে ভাগে ভূতে পেয়ে বসেছে”- (২০১৫) ওঝাকে সমাজকে অর্বাচীনদের মাসিপিসিদের 4. “বেহুঁশ যারা তারাই পবিত্র”- কথাটি বলেছেন দেবতা বুড়ো কর্তা ভূতের নায়েব শিরোমণি চূড়ামণির দল 5. স্বভাবদোষে কোনাে কোনাে লােক ভূতের কানমলা খায়, কারণ— (২০১৮) তারা অন্যায় করে তারা কর্তার ক্ষমতাকে মানে না তারা বিদ্রোহ করে তারা নিজেরা ভাবতে যায় 6. “তুমি গেলে আমাদের কী দশা হবে?”- কারা একথা বলেছিল? দেশসুদ্ধ সবাই ছেলেবুড়োরা মাসিপিসিরা ভূতুড়ে জেলখানার কয়েদিরা 7. “তারা ভয়ংকর সজাগ আছে”- কারা? ওঝারা ভূতেরা অন্য দেশের লোকেরা তত্ত্বজ্ঞানীরা 8. ‘সনাতন ঘুম’ বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন? (২০১৭) আদিম কালের ঘুম অন্ধকার ঘুম ভাতঘুম চিরকালের ঘুম 9. “অভূতের পেয়াদা ঘােরে”- (২০১৬) সদরের রাস্তায়-ঘাটে শ্মশানের রাস্তায়-ঘাটে জেলখানার আনাচে কানাচে খিড়কির আনাচে কানাচে 10. ‘কর্তার ভূত’ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? গল্পগুচ্ছ সে লিপিকা ছিন্নপত্র 11. “সেইখানেই তাে ভূত’– কথাটি বলেন – (২০১৯) অভূতের পেয়াদা বুড়ো কর্তা শিরোমনি-চূড়ামনি ভূতের দল 12. ভূতুড়ে জেলখানার দারােগা ছিল— (২০১৪) ভুতের নায়েব ভুতের রায়ত ভুতের জমিদার ভুতের গোমস্তা 13. “দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না”- সে বলতে কার কথা বলা হয়েছে? বুড়ো কর্তা ভুতের নায়েব মাসিপিসি বর্গী 14. ‘ভূতের রাজত্বে’ কোন জিনিসটা অতি অবশ্যই থাকে? অন্ন বস্ত্র স্বাস্থ্য শান্তি 15. “এখন কথাটা দাঁড়িয়েছে”- কথাটা কী? বর্গী আসে কেন খাজনা দেব কীসে সনাতন ঘুমের কী হবে উপরের কোনোটিও নয় 16. “চুপ। ঘানি এখনো অচল হয়নি”- কথাটি কার? মাসিপিসিদের অর্বাচীনদের বুড়ো কর্তার ভূতের নায়েবের 17. “তাই আরো একটা প্রশ্ন উঠে পড়েছে”- প্রশ্নটি কী? খাজনা দেব কীসে? ভূতের শাসন কি অনন্তকাল চলবে? ভূত তাড়াবো কী করে? বর্গীরা আসে কেন? 18. “নইলে ছন্দ মেলে না”- কী নাহলে ছন্দ মেলে না? খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে 19. ‘ভুতুড়ে জেলখানা’ সম্পর্কে কোন কথাটি সত্যি? তার দেয়াল আছে তার দেয়াল আছে কিন্তু চোখে দেখা যায় না তার দেয়াল ফুটো করা যায় না উপরের সবকটি বাক্য সত্য 20. ভূতের উপদ্রবে ঘরে টেকা দায় হয়— (২০১৭) বুড়ো কর্তার নাস্তিকের বাচ্চাদের গৃহস্থের Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related