XI MCQ Galilio গালিলিও MCQ Test গালিলিও এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন কর: 1. তাসকানির রাজপন্ডিত হিসেবে গালিলিওর বেতন কত ছিল? ১০০ স্কুদি ৫০০ স্কুদি ১০০০ স্কুদি ১৫০০ স্কুদি 2. হল্যান্ডের লোকটি কত সালে দূরবীন আবিষ্কার করেছিলেন? ১৬০৪ ১৬০৬ ১৬০৯ ১৬১০ 3. পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসাবে গালিলিওর বাৎসরিক আয় কত ছিল? ৬০ স্কুদি ১০০ স্কুদি ৬০০ স্কুদি ১০০০ স্কুদি 4. গালিলিওর বাবা কোন বাদ্যযন্ত্র বাজাতেন? লিউট ভায়োলিন হারমোনিয়াম এসরাজ 5. গালিলিও কোন বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছিলেন? পাডুয়া বিশ্ববিদ্যালয় পিসা বিশ্ববিদ্যালয় ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় তাসকানি বিশ্ববিদ্যালয় 6. গালিলিও বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ লক্ষ্য করেছিলেন? ২টি ৩টি ৪টি ৫টি 7. গালিলিওর যে ভাই পোল্যান্ডের রাজসভায় কলাবিদ হয়েছিলেন তার নাম কী? মাইকেল এঞ্জেলো কসমো বেলারিমিন এদের কেউ নয় 8. কত বছর বয়সে গালিলিওকে বেনেডিকটিন সম্প্রদায়ের মঠে পাঠানো হয়েছিল? ১২ বছর ১৩ বছর ১৪ বছর ১৫ বছর 9. গালিলিও কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ১৫৬২ ১৫৬৪ ১৫৬৬ ১৫৬৮ 10. গালিলিও প্রবন্ধটি কার রচনা? সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ দত্ত মেঘনাদ সাহা Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related