XI MCQ Dwipantorer Bondini দ্বীপান্তরের বন্দিনী MCQ Test দ্বীপান্তরের বন্দিনী সঠিক উত্তরটি নির্বাচন কর: 1. “সহিছে বিচার-চেড়ীর মার”- কে সহ্য করছে? দেশবাসী শৌখিন পূজারী বন্দিনী সীতা-সম বাণী ভারত-ভারতী 2. “মুক্ত কি আজ বন্দিনী বাণী?”- ‘বন্দিনী বাণী’ আসলে কী? স্বাধীনতার কন্ঠস্বর দেবী সরস্বতী ভারতমাতা স্বাধীনতা সংগ্রামী 3. ‘দ্বীপান্তরের বন্দিনী’ কোন কাব্য থেকে গৃহীত? অগ্নিবীণা সাম্যবাদী সর্বহারা ফণিমনসা 4. কে ‘বিদ্রোহী’ আখ্যা লাভ করল? ব্রিটিশরা পরাধীন দেশবাসীরা স্বাধীনতা সংগ্রামীরা বাণীর মুক্ত শতদল 5. “মা’র কতোদিন দ্বীপান্তর?”- এর উত্তরে কী শোনা যায়? একশত বছর দুইশত বছর দেড়শত বছর আড়াইশ বছর 6. “বাজাও পাঞ্চজন্য শাঁখ”- ‘পাঞ্চজন্য’ আসলে কার শাঁখ? কৃষ্ণ অর্জুন কর্ণ ভগীরথ 7. “সত্য বলিলে বন্দী হই” কারণ- সত্য বলা নিষিদ্ধ আইন এখানে ন্যায়ের শাসক সত্য নিজেই বন্দী আছে কেউ সত্য শুনতে চায়না। 8. “পদ্মে রেখেছে চরণ-পদ্ম”- কে? ভারত-ভারতী পূজারী কৃষ্ণ যুগান্তরের ধর্মরাজ 9. কবি কোথা থেকে আরতির তেল আনতে বলেছেন? জীবন চুয়ানো ঘানি থেকে মন্দির থেকে গৃহস্থ্য থেকে অন্য দেশ থেকে 10. “যন্ত্রী যেখানে সান্ত্রী বসায়ে”- ‘সান্ত্রী’ কথার অর্থ কী? শাস্তি প্রহরী যন্ত্র গুপ্তচর 11. “উঠেছে বাণীর শিশ-মহল”- ‘শিশ-মহল’ কথার অর্থ হল- সীসা নির্মিত মহল কাঁচের ঘর শীর্ষ মহল গুপ্ত কক্ষ 12. ব্যাঘ্রের জন্য ব্রিটিশ সরকার কী শাস্তি বরাদ্দ করে? জেল খাটানো হয় দ্বীপচালানে দেওয়া হয় গুলি করা হয় অগ্নিশেল হানা হয় 13. ব্রিটিশ সরকার ভয়ে সিংহকে কোথায় রাখে? আন্দামানে দ্বীপান্তরে কারাগারে পিঞ্জরে 14. “..বেজেছে বাণীর সেতারে আজ?”- কী বাজার কথা বলা হয়েছে? বিধির বেতারমন্ত্র মুক্তবন্ধ সুর পূজার মন্ত্র শঙ্খধ্বনি 15. দ্বীপান্তর কোথায়? হাজার মাইল দূরে সপ্ত সিন্ধু তেরো নদী পার দেশান্তরে ইংল্যান্ডে Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related