XI MCQ Dakater Maa ডাকাতের মা MCQ Test ডাকাতের মা এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করঃ 1. সৌখীর ছেলের বয়স কত? (২৯১৮) দু’বছর তিন বছর চার-পাঁচ বছর সাত-আট বছর 2. সৌখী এর আগে জেল খেটেছে- (২০১৬) একবার দুবার তিনবার চারবার 3. কত রাতে সৌখীর মা বাড়ি থেকে বেরিয়েছিল? রাত বারোটা রাত একটা রাত দেড়টা রাত দুটো 4. সৌখীর প্রিয় খাবার কী ছিল? আলু চচ্চড়ি বেগুন ভাজা শাকভাত ডালভাত 5. “এর আগেরবার সৌখী জেল থেকে এনেছিল”— (বার্ষিক পরীক্ষা ২০১৫) একটি থালা একটি জামা একটি কম্বল একটি চাদর 6. সৌখীর মা চুরি করা লোটা কত মুল্যে বিক্রি করেছিল? চার অ্যানা আট অ্যানা চোদ্দ অ্যানা ষোলো অ্যানা 7. ‘ডাকাতের মা’ গল্পে কাকে আইনচঞ্চু বলা হয়েছে? দারোগাবাবুকে সৌখীকে মাতাদীন পেশকারকে জমাদার সাহেবকে 8. সৌখীর বাটুয়ায় কত টাকা ছিল? সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশ টাকা 9. “… এ আনন্দ তার রাখবার জায়গা নেই।’ – এত আনন্দ কার হয়েছে? (২০১৯) সৌখীর মায়ের সৌখীর বৌয়ের সৌখীর ছেলের সৌখীর দলের লোকের 10. “গন্ধগােকুল কিংবা শিয়ালটিয়াল হবে বােধ হয়।”– ‘গন্ধগােকুল’ হলাে— (২০১৪) নেকড়ে বাঘ চিতা বাঘ খট্টাশ জাতীয় প্রাণী রামছাগল 11. ‘ওখান আমাকে দে’- সৌখী তার মায়ের কাছে কী চেয়েছিল? ছেঁড়া কম্বলটা খইমুড়ি কেরোসিন তেলের টেমিটা চুরি করা লোটাটা 12. জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল— (২০১৬) গুদামে রান্নাঘরে খামারে বাগানে 13. “টকটক করে দু-টোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে”— (২০১৪) দলের লোক টাকা দিতে এসেছে সৌখী নিজে এসেছে সৌখীর বাপ এসেছে পুলিশের লোক এসেছে 14. “খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে”– (২০১৫) তার বাজার খরচ ফুরিয়েছে বাড়িতে আত্মীয় আসবে খোকার নতুন জামা চাই লোটা হল বাড়ির লক্ষী 15. ‘পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয় ’ –এখানে যার কথা বলা হয়েছে- (২০১৭) সৌখী সৌখীর বাবা সৌখীর বউ সৌখীর মা Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related