XI MCQ Bhasar Itihas Class XI Bengali Mock Test || একাদশ শ্রেনির বাংলা মক টেস্ট বাংলা ভাষার ইতিহাস এমসিকিউ টেস্ট সঠিক বিকল্পটি নির্বাচন কর: 1. নেপালি ভাষার উদ্ভব হয়েছে- (২০১৪) শৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে 2. কোন ভাষাকে ‘জৈনপ্রাকৃত’ বলে অভিহিত করা হয়? অর্ধমাগধী প্রাকৃত মাগধী প্রাকৃত শৌরসেনী প্রাকৃত মৈথিলী 3. কিপু (Quipo) লিখনপদ্ধতি কোথায় প্রচলিত ছিল? পেরু চীন উত্তর কোরিয়া নেপাল 4. একটি অত্যম্বয়ী ভাষা হল- তুর্কি এস্কিমোদের ভাষা বাংলা ফারসি 5. ইন্দো-ইউরোপীয় ভাষার কোন শাখা থেকে ইংরেজি ভাষার জন্ম হয়েছে? বালতিক জার্মানিক আর্মেনিয় ইতালীয় 6. অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল- (২০১৮, ২০১৬) রাঢ়ী বঙ্গালী কামরুপী ঝাড়খন্ডী 7. মধ্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময়কাল— (২০১৭) ৬০০ খ্রিঃ পূঃ – ৯০০ খ্রিস্টাব্দ ৬০০ খ্রিঃ পূঃ – ৯৫০ খ্রিস্টাব্দ ৬০০ খ্রিঃ পূঃ – ১০০০ খ্রিস্টাব্দ ৬০০ খ্রিঃ পূঃ – ১২০০ খ্রিস্টাব্দ 8. কোন ইংরেজি শব্দ থেকে ‘পিজিন’ শব্দটি এসেছে? পিজন পয়জন বিজনেস পার্টিশন 9. কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কী? মালায়লম তামিল তেলুগু কন্নড় 10. ইনকারা কোন ভাষায় কথা বলতো? মায়া উটো আজটেক কিচুয়া 11. নব্য ভারতীয় আর্য ভাষার সূচনা কোন সময় থেকে? ৬০০ খ্রিস্টাব্দ ৯০০ খ্রিস্টাব্দ ১০০০ খ্রিস্টাব্দ ১২০০ খ্রিস্টাব্দ 12. দক্ষিণ ভারতের ভাষাগুলি কোন ভাষাবংশ থেকে এসেছে? ইন্দো ইউরোপীয় দ্রাবিড় অস্ট্রিক বান্টু 13. হিয়োরোগ্লিফিক কথার অর্থ হল- খোদাই করা লিপি পবিত্র লিপি পোড়ামাটির লিপি পেরেকের মতো লিপি 14. তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষারীতি হল- (২০১৯) চলিত শিষ্ট চলিত সাধু সাধু-চলিত মিশ্র 15. ভোলাপুক কৃত্রিম ভাষাটি কে তৈরি করেন? রেনে ডেকার্ট মার্টিন শ্লেইয়ার এল এল জামেনহফ ফ্রান্সিস বেকন 16. পুঁতি দিয়ে তৈরি কোমরবন্ধ বা ওয়ামপুম কারা তৈরি করত? ইরোকোয়া আদিবাসীরা মায়া সভ্যতার অধিবাসীরা ইনকা সভ্যতার অধিবাসীরা পেরুর অধিবাসীরা 17. বাংলা ভাষার জন্ম হয়েছে- (২০১৭) সংস্কৃত থেকে শৌরসেনী প্রাকৃত থেকে পৈশাচী প্রাকৃত থেকে মাগধী প্রাকৃত থেকে 18. ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা- (২০১৮) সাঁওতালি তেলুগু নাগা ওড়িয়া 19. ‘বান্টু’ ভাষা কোন মহাদেশে প্রচলিত? দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা ইউরোপ 20. ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন –(২০১৯) পাণিনি রবীন্দ্রনাথ ব্যাসদেব জয় গোস্বামী 21. “মুন্ডারি এনসাইক্লোপিডিয়া” কে সম্পাদনা করেছিলেন? পন্ডিত রঘুনাথ মুর্মু ফাদার হফম্যান সুনীতিকুমার চট্টোপাধ্যায় রামেশ্বর শ 22. ভারতের একটি অবর্গীভূত ভাষা হল- করেন্ আন্দামানি তেলুগু খাসি 23. সাঁওতালি ভাষার লিপির নাম কী? (২০১৪) রাভা কুটিল অলচিকি খরোষ্ঠী 24. নিচের কোনটি অস্ট্রিক ভাষাবংশের ভাষা নয়? সাঁওতালি শবর হো টুলু 25. বর্তমানে সব থেকে জনপ্রিয় কৃত্রিম ভাষা কোনটি? এসপারেন্টো ইডো অক্সিডেন্টাল নভিয়াল Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related