XI mcq Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর MCQ Test বাড়ির কাছে আরশীনগর বাড়ির কাছে আরশিনগর কবিতার এমসিকিউ টেস্ট। 1. ‘‘আমি একদিনও না দেখিলাম তারে’’- এখানে যাকে না দেখার কথা বলা হয়েছে, তিনি হলেন- কবির মনের মানুষ কবির শিষ্য কবির গুরু কবির বন্ধু 2. ‘‘গ্রাম বেড়িয়ে আগাধ পানি’’-এই আগাধ পানি আসলে কী? সীমাহীন বিষয়বাসনা অতল সমুদ্র অগাধ জলরাশি বন্যার জল 3. ‘‘সে আর লালন একখানে রয়’’- এই ‘সে’ হল কবির বন্ধু কবির মনের মানুষ কবির আত্মীয় কবির গুরু 4. ‘পড়শি’ শব্দের অর্থ হল- প্রতিবেশী পরজন ঈশ্বর কোনটিও নয় 5. পড়শিকে কবি যতদিন দেখেছেন- একদিন দুইদিন অসংখ্য দিন একদিনও না 6. “আমি বাঞ্ছা করি দেখব তারি”- ‘বাঞ্ছা’ কথাটির অর্থ কী? সাধনা প্রেরণা কামনা বা ইচ্ছা যাতনা 7. ‘‘গ্রাম বেড়িয়ে আগাধ পানি’’- এই গ্রামের নাম কী? অচিনপুর ঈশ্বরপুর আরশিনগর উপরের কোনটিই নয় 8. লালন ফকির তাঁর গানের মধ্য দিয়ে প্রচার করেছেন- ধর্মের বাণী সাম্প্রদায়িকতার বাণী মানবতার বাণী সহিষ্ণুতার বাণী 9. পড়শি আর কবির মধ্যে দূরত্ব হল- একশো যোজন হাজার যোজন লক্ষ যোজন অগণিত 10. ‘বাড়ীর কাছে আরশীনগর’ – কবিতাটির উৎস হল- লোকগীতি সংকলন লালনগীতিকা বাউলগীতিকা পল্লিগীতিমালা 11. ‘‘যম-যাতনা সকল যেত দূরে’’- যম-যাতনা হল- পার্থিব যন্ত্রণা পড়শির অত্যাচার মৃত্যুকালীন যন্ত্রণা ক্ষুধার জ্বালা 12. ‘‘গ্রাম বেড়িয়ে অগাধ পানি’’- এখানে ‘বেড়িয়ে’ শব্দের অর্থ হল- বৃদ্ধি পেয়ে বেষ্টন করে পার হয়ে মধ্যে 13. ‘আরশি’ কথার অর্থ কী? দর্পণ আয়েশি মন দেহ 14. ‘‘বলব কি সেই পড়শির কথা’’- কবির পড়শি ছিলেন- সাধক পুরুষ হস্ত-পদ-স্কন্দ-মাথাহীন বিষয়ভোগী গৃহত্যাগী 15. কবির পড়শি কোথায় থাকেন? কবির সম্মুখে শুন্যে নীরে ক্ষণেক শুন্যে, ক্ষণেক নীরে Loading … Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on Telegram (Opens in new window) Telegram Related