XI mcq Barir Kache Arshinagar

বাড়ির কাছে আরশিনগর

MCQ Test

বাড়ির কাছে আরশীনগর
বাড়ির কাছে আরশীনগর

বাড়ির কাছে আরশিনগর কবিতার এমসিকিউ টেস্ট।

1. ‘‘গ্রাম বেড়িয়ে আগাধ পানি’’- এই গ্রামের নাম কী?

 
 
 
 

2. ‘‘বলব কি সেই পড়শির কথা’’- কবির পড়শি ছিলেন-

 
 
 
 

3. লালন ফকির তাঁর গানের মধ্য দিয়ে প্রচার করেছেন-

 
 
 
 

4. কবির পড়শি কোথায় থাকেন? 

 
 
 
 

5. ‘বাড়ীর কাছে আরশীনগর’ – কবিতাটির উৎস হল-

 
 
 
 

6. ‘পড়শি’ শব্দের অর্থ হল- 

 
 
 
 

7. ‘‘আমি একদিনও না দেখিলাম তারে’’- এখানে যাকে না দেখার কথা বলা হয়েছে, তিনি হলেন-

 
 
 
 

8. ‘আরশি’ কথার অর্থ কী?

 
 
 
 

9. ‘‘যম-যাতনা সকল যেত দূরে’’- যম-যাতনা হল-

 
 
 
 

10. পড়শিকে কবি যতদিন দেখেছেন-

 
 
 
 

11. ‘‘সে আর লালন একখানে রয়’’- এই ‘সে’ হল

 
 
 
 

12. “আমি বাঞ্ছা করি দেখব তারি”- ‘বাঞ্ছা’ কথাটির অর্থ কী?

 
 
 
 

13. ‘‘গ্রাম বেড়িয়ে আগাধ পানি’’-এই আগাধ পানি আসলে কী?

 
 
 
 

14. ‘‘গ্রাম বেড়িয়ে অগাধ পানি’’- এখানে ‘বেড়িয়ে’ শব্দের অর্থ হল- 

 
 
 
 

15. পড়শি আর কবির মধ্যে দূরত্ব হল-

 
 
 
 

error: Content is protected !!