XI mcq Barir Kache Arshinagar

বাড়ির কাছে আরশিনগর

MCQ Test

বাড়ির কাছে আরশীনগর
বাড়ির কাছে আরশীনগর

বাড়ির কাছে আরশিনগর কবিতার এমসিকিউ টেস্ট।

1. ‘আরশি’ কথার অর্থ কী?

 
 
 
 

2. কবির পড়শি কোথায় থাকেন? 

 
 
 
 

3. ‘‘গ্রাম বেড়িয়ে অগাধ পানি’’- এখানে ‘বেড়িয়ে’ শব্দের অর্থ হল- 

 
 
 
 

4. ‘‘সে আর লালন একখানে রয়’’- এই ‘সে’ হল

 
 
 
 

5. পড়শি আর কবির মধ্যে দূরত্ব হল-

 
 
 
 

6. ‘‘আমি একদিনও না দেখিলাম তারে’’- এখানে যাকে না দেখার কথা বলা হয়েছে, তিনি হলেন-

 
 
 
 

7. ‘‘বলব কি সেই পড়শির কথা’’- কবির পড়শি ছিলেন-

 
 
 
 

8. ‘‘যম-যাতনা সকল যেত দূরে’’- যম-যাতনা হল-

 
 
 
 

9. ‘‘গ্রাম বেড়িয়ে আগাধ পানি’’- এই গ্রামের নাম কী?

 
 
 
 

10. ‘বাড়ীর কাছে আরশীনগর’ – কবিতাটির উৎস হল-

 
 
 
 

11. ‘‘গ্রাম বেড়িয়ে আগাধ পানি’’-এই আগাধ পানি আসলে কী?

 
 
 
 

12. লালন ফকির তাঁর গানের মধ্য দিয়ে প্রচার করেছেন-

 
 
 
 

13. ‘পড়শি’ শব্দের অর্থ হল- 

 
 
 
 

14. পড়শিকে কবি যতদিন দেখেছেন-

 
 
 
 

15. “আমি বাঞ্ছা করি দেখব তারি”- ‘বাঞ্ছা’ কথাটির অর্থ কী?

 
 
 
 

error: Content is protected !!