XI mcq Barir Kache Arshinagar বাড়ির কাছে আরশিনগর MCQ Test বাড়ির কাছে আরশীনগর বাড়ির কাছে আরশিনগর কবিতার এমসিকিউ টেস্ট। 1. “আমি বাঞ্ছা করি দেখব তারি”- ‘বাঞ্ছা’ কথাটির অর্থ কী? সাধনা প্রেরণা কামনা বা ইচ্ছা যাতনা 2. ‘‘গ্রাম বেড়িয়ে আগাধ পানি’’- এই গ্রামের নাম কী? অচিনপুর ঈশ্বরপুর আরশিনগর উপরের কোনটিই নয় 3. ‘আরশি’ কথার অর্থ কী? দর্পণ আয়েশি মন দেহ 4. ‘‘বলব কি সেই পড়শির কথা’’- কবির পড়শি ছিলেন- সাধক পুরুষ হস্ত-পদ-স্কন্দ-মাথাহীন বিষয়ভোগী গৃহত্যাগী 5. লালন ফকির তাঁর গানের মধ্য দিয়ে প্রচার করেছেন- ধর্মের বাণী সাম্প্রদায়িকতার বাণী মানবতার বাণী সহিষ্ণুতার বাণী 6. ‘‘গ্রাম বেড়িয়ে অগাধ পানি’’- এখানে ‘বেড়িয়ে’ শব্দের অর্থ হল- বৃদ্ধি পেয়ে বেষ্টন করে পার হয়ে মধ্যে 7. ‘বাড়ীর কাছে আরশীনগর’ – কবিতাটির উৎস হল- লোকগীতি সংকলন লালনগীতিকা বাউলগীতিকা পল্লিগীতিমালা 8. ‘‘যম-যাতনা সকল যেত দূরে’’- যম-যাতনা হল- পার্থিব যন্ত্রণা পড়শির অত্যাচার মৃত্যুকালীন যন্ত্রণা ক্ষুধার জ্বালা 9. ‘পড়শি’ শব্দের অর্থ হল- প্রতিবেশী পরজন ঈশ্বর কোনটিও নয় 10. ‘‘আমি একদিনও না দেখিলাম তারে’’- এখানে যাকে না দেখার কথা বলা হয়েছে, তিনি হলেন- কবির মনের মানুষ কবির শিষ্য কবির গুরু কবির বন্ধু 11. ‘‘সে আর লালন একখানে রয়’’- এই ‘সে’ হল কবির বন্ধু কবির মনের মানুষ কবির আত্মীয় কবির গুরু 12. কবির পড়শি কোথায় থাকেন? কবির সম্মুখে শুন্যে নীরে ক্ষণেক শুন্যে, ক্ষণেক নীরে 13. পড়শি আর কবির মধ্যে দূরত্ব হল- একশো যোজন হাজার যোজন লক্ষ যোজন অগণিত 14. পড়শিকে কবি যতদিন দেখেছেন- একদিন দুইদিন অসংখ্য দিন একদিনও না 15. ‘‘গ্রাম বেড়িয়ে আগাধ পানি’’-এই আগাধ পানি আসলে কী? সীমাহীন বিষয়বাসনা অতল সমুদ্র অগাধ জলরাশি বন্যার জল Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related