৩) স্বাধীনতার স্বপ্ন- ঔপনিবেশিক শক্তি স্বাধীনতাকামী মানুষের কন্ঠস্বর চেপে ধরার চেষ্টা করলেও “বাণীর সেতারে” বেজে উঠেছে “বিধির বেতার-মন্ত্র”। ব্রিটিশ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কবি প্রত্যক্ষ করেছেন-
“পদ্মে রেখেছে চরণপদ্ম
যুগান্তরের ধর্মরাজ”।
পাঞ্চজন্য শাঁখ বাজিয়ে কবি তাঁকে বরণ করতে বলেছেন। স্বাধীনতা আর দূরাগত স্বপ্ন নয় কারণ “দ্বীপান্তরের ঘানিতে” শুরু হয়ে গেছে “যুগান্তরের ঘুর্ণিপাক”।