XI Danawala Thurthure Buro বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো MCQ TEST এমসিকিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন কর: 1. থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল— যাদু মন্ত্র ধৈর্য্য জলপড়া 2. থুত্থুড়ে বুড়োকে দেখার জন্য কত দর্শনি দিতে হত? এক সেন্ট দুই সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট 3. ডানাওয়ালা বুড়াে লােকটা খায়— কাঁকড়া ন্যাপথলিন মাছ বেগুনভর্তা 4. ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলাে কীভাবে? বাবামায়ের কথার অবাধ্য হয়ে দেবতার অভিশাপে এলিসেন্দ্রার দোষে পাদ্রে গোনসাগার কথায় 5. “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটি কার লেখা? গার্সিয়া মার্কেজ চেকভ আইয়াপ্পা পানিকর বের্টোল্ট ব্রেখট 6. গার্সিয়া মার্কেজ সাহিত্যের যে ধারাটির সূচনা করেন তা হল- রিয়ালিজম ম্যাজিক-রিয়ালিজম সুররিয়ালিজম রোমান্টিসিজম 7. থুত্থুরে বুড়োকে প্রথম দেখেছিল- এলিসেন্দ্রা পেলাইও পাদ্রে গোনসাগা পড়োশিনী 8. গার্সিয়া মার্কেজের একটি উল্লেখযোগ্য রচনা হল- ম্যাকবেথ ওয়ার এন্ড পিস প্রাইড এন্ড প্রেজুডিস ওয়ান হান্ড্রেড ইয়ার অফ সলিচিউড 9. পাদ্রে গোনসাগা অনিদ্রা রোগ থেকে মুক্তি পেয়েছিল বুড়োর জন্য দর্শক কমে যাওয়ার পর পোপের নির্দেশ আসার পর বুড়ো পালিয়ে যাবার পর পেলাইওরা বাসা পরিবর্তন করার পর 10. দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয় ? (২০১৮) এলিসেন্দ্রা মুক্ত বোধ করে এলিসেন্দ্রা দুঃখিত হয় স্বস্তি বোধ করে এবং উদাসও হয় এলিসেন্দ্রা শান্তি পায় Loading … Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on Telegram (Opens in new window) Related