শ্রেণী- একাদশ
ডাকাতের মা (বড় প্রশ্ন)
২। প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয় এই করছিল- কোন প্রশ্নের কথা বলা হয়েছে? বুড়ির ভয়ের কারণ কী? ১+৪
উত্তর- সতীনাথ ভাদুড়ীর ‘ডাকাতের মা’ গল্পের এই অংশে বুড়ি অর্থাৎ সৌখীর মা ছেলের এই প্রশ্নটিকেই ভয় পাচ্ছিল। প্রশ্নটি ছিল সৌখীর ছেলে -বউকে নিয়ে। জেলফেরত সৌখী মাকে প্রশ্ন করেছিল-‘‘এদের কাউকে দেখছি না?’’।
প্রায় পাঁচ বছর জেল খাটার পর ছেলে বাড়ি ফিরেছে। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ফিরে এসেছে বলেই সৌখীর মা আনন্দে আপ্লুত। একইসঙ্গে তার খেয়াল আছে যে যেকোনো মুহূর্তে তার ছেলে নিজের স্ত্রী সন্তানের খবর জানতে চাইতে পারে। অথচ সৌখীর বৌ-ছেলেকে এখন থাকে তার শ্বশুরবাড়িতে। এই খবর সৌখীর মা সৌখীকে জানাতে রাজি হয়নি কারণ-
(১) সৌখীর দলের লোক দীর্ঘ তিন বছর টাকা পয়সা দিয়ে যায়নি বলে তার সংসার ভেসে যেতে বসেছিল- এই কথা শুনে বদমেজাজি সৌখী রেগে গিয়ে কিছু একটা করে বসতে পারে।
(২) বৌ-ছেলে বাড়িতে নেই শুনে তাদের ফিরিয়ে আনতে সৌখী রাতেই বেড়িয়ে পড়তে পারে, যেটা বুড়ি একেবারেই চায়নি।
এই দুই আশঙ্কার কারণে সৌখীর মা সৌখীকে তার বৌ-ছেলের ব্যপারে কোন কথা বোলতে চায়নি। তাই বুড়ি এই প্রশ্নটিকে ভয় করছিল।