একাদশ শ্রেণী
ডাকাতের মা (বড় প্রশ্ন)
১। ‘ডাকাতের মা’ গল্পে ডাকাতের মায়ের চরিত্রটি বিশ্লেষণ কর।
উত্তর- সতিনাথ ভাদুড়ীর একটি অনবদ্য ছোট গল্প হল ডাকাতের মা। ডাকাত-সর্দার সৌখীর মা হিসেবে তার এই পরিচয়। এই গল্পের প্রধান বর্ণনীয় বিষয় হলো তার চিন্তাভাবনা এবং কাজকর্মসমূহ। গল্পটির কেন্দ্রীয় চরিত্র এই সৌখীর মা।
আপাত দৃষ্টিতে একটি সাধারণ চরিত্র হলেও কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্যের কারনে ডাকাতের মা অর্থাৎ সৌখীর মা বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। সেগুলি হল-
সংগ্রামী মনোভাব- একমাত্র উপার্জনক্ষম সন্তান জেলে থাকায় পয়সার অভাবে পরিবারটি যখন বসতে চলেছে তখন সৌখীর মা বুক পেতে অস্তিত্ব রক্ষ্যার সংগ্রাম চালিয়ে গেছে। খই-মুড়ি বিক্রি করে সে নিজের উপর পূর্তির ব্যবস্তা করেছে।
দায়িত্বশীলতা- সে নিজে নাতি এবং বৌমার যত্ন নিতে পারছিল না বলে তাদেরকে বৌমার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল।
বিচক্ষণতা- একজন ডাকাতের মাকে যতখানি বিচক্ষণ হতে হয় ঠিক ততখানি বিচক্ষণ সৌখীর মা। মাঝ রাতে দরজায় টোকা নাড়লে অথবা কখনো পুলিশের লোক এলে কি করা উচিত তা সে ভালো করেই জানে।
অপত্য স্নেহ- সৌখীর মায়ের যে গুণটি তাকে বিশেষ উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে তা হল তার বাৎসল্য। যদিও সে চুরির মতো নিন্দনীয় কাজ করেছে তবুও একথা বলা যায় যে সে সাধারণ ‘কদুচোর’দের মতো নয়। সন্তানকে খাওয়ানোর জন্য তার এই চুরির ঘটনাকে যেমন মানবিকতার খাতিরে সমর্থন করাই যায়, তেমনি তাকে শুধুমাত্র একজন ডাকাতের মা না বলে ‘স্নেহময়ী জননী’ বলা সঙ্গত হবে।