বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- মাকড়শায় পরিণত হওয়া মেয়েটি কীভাবে বেশি দর্শক আকৃষ্ট করেছিল? ৫
উত্তর- গাব্রিয়েল গর্সিয়া মার্কেজের ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পে মাকড়শায় পরিণত হওয়া একটি মেয়ের পরিচয় পাই। উক্ত মেয়েটি আসার পর সাধারণ মানুষের কাছে বিশাল ডানাওয়ালা বুড়োর কদর কমতে থাকে। কারণ-
প্রথমত, মেয়েটির মাকড়শায় পরিণত হবার ঘটনাটিতে এক ভয়ঙ্কর শিক্ষা লুকিয়ে ছিল। সে তার বাড়ির গুরুজনদের কথার অবাধ্য হয়েছিল বলে শাস্তি পেয়েছিল- এই মর্মান্তিক সত্যটি দর্শকদের হৃদয় স্পর্শ করেছিল।
দ্বিতীয়ত, এই মেয়েটি দর্শকদের ছুঁড়ে দেওয়া মাংসের বড়া খেত এবং এতদিন ধরে সে নাকি এই খাবার খেয়ে বেঁচে আছে। এই সহজবোধ্য মানবিক সত্যটি মেয়েটিকে দর্শকদের কাছে আপন করে তুলেছিল। অপরদিকে, সেই বুড়োটি দর্শকদের দেওয়া কোনো খাবারই ছুঁয়ে দেখতো না।
তৃতীয়ত, ডানাওয়ালা বুড়োকে সকলেই একবাক্যে দেবদূত বলে স্বীকার করেছিল কিন্তু এতোদিন ধরে সে কোনো ভেলকি দেখাতে পারেনি, তাই স্বাভাবিকভাবেই তার প্রতি মানুষের আগ্রহ কমতে শুরু করেছিল। এমন সময় মেয়েটির আগমন ঘটলে সে সহজেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
পরের পাতায়