৩) বাস্ক ভাষা- বাস্ক ভাষা পিরেনিজ পর্বতমালার পশ্চিমে স্পেন ও ফ্রান্সে প্রচলিত রয়েছে। এই ভাষার সঙ্গে ফিনো-উগ্ৰীয় ভাষাপরিবারের সাদৃশ্য থাকলেও এটি একটি অবর্গীভূত ভাষা।
অন্যান্য- ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে প্রচলিত বুরুশাসকি, আন্দামানের ভাষা আন্দামানি, মায়ানমারের করেন্ ও মন্ অবর্গীভূত ভাষার উদাহরণ।