একাদশ শ্রেণী
বিশ্বের ভাষা পরিবার
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- অবর্গীভূত ভাষা কাকে বলে? পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও। ১+৪
উত্তর- ভাষাবিজ্ঞানীগন বিভিন্ন ভাষার মধ্যে বৈশিষ্ট্যগত সাদৃশ্য নিরূপণ করে ভাষাগুলিকে বর্গীভূত করেন। কিন্তু পৃথিবীতে এমন বেশ কিছু ভাষা রয়েছে যেগুলিকে কোন বর্গেই অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। এই সকল ভাষাকে অবর্গীভূত (Unclassified) ভাষা বলা হয়।
কয়েকটি অবর্গীভূত ভাষা
পৃথিবীতে বহুসংখ্যক অবর্গীভূত ভাষা রয়েছে। সেগুলির মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা। তবে দুয়েকটি সমৃদ্ধ ভাষাও রয়েছে যেগুলি ভাষাবিজ্ঞানীদের মতে অবর্গীভূত ভাষার পর্যায়ে পড়ে।
১) জাপানি ভাষা- জাপানের প্রধান ভাষা হল জাপানি ভাষা। এটি একটি সমৃদ্ধ ভাষা। অনেকে এই ভাষাতে আলতাই শ্রেণীভুক্ত বলে মনে করেন। কিন্তু আলতাই শ্রেণীভুক্ত ভাষাগুলির সঙ্গে জাপানি ভাষার যেমন কিছু সাদৃশ্য রয়েছে তেমনি বেশ কিছু বৈসাদৃশ্যও রয়েছে। তাছাড়া জাপানি ভাষা ও লিপিতে চিনা ভাষার প্রভাব রয়েছে। এসব কারণে ভাষাতাত্ত্বিকগণ জাপানি ভাষাকে একটি অবর্গীভাষা বলে অভিহিত করেন।
২) কোরীয় ভাষা- কোরীয় ভাষাও একটি সমৃদ্ধ অবর্গীভূত ভাষা। অনেকেই এই ভাষাকে আলতাযই শ্রেণীভুক্ত করার চেষ্টা করেন কিন্তু এই অভিমত গ্রহণযোগ্য নয়। তাছাড়া কোরীয় ভাষাতেও মোঙ্গল-মাঞ্চু এবং চীনা ভাষার সুস্পষ্ট প্রভাব রয়েছে। এজন্য এটিকে অবর্গীভূত ভাষা বলে গণ্য করা হয়।
পরের পাতায়