WBCHSE New Syllabus || বাংলার নতুন সিলেবাস
একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাস পরিবর্তিত হলো। এবছর, অর্থাৎ ২০২৪ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা যখন একাদশ শ্রেণীতে উঠবে, তাদের জন্য এই সিলেবাস। নতুন এই সিলেবাস অনুযায়ী প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২০২৬ সালে। সিলেবাসের পাশাপাশি প্রশ্নের কাঠামো এবং পরীক্ষা পদ্ধতিতেও আমূল পরিবর্তন আনা হয়েছে।
WBCHSE New Syllabus 2024 Examination System || নতুন সিলেবাসে পরীক্ষা পদ্ধতিঃ
নতুন এই সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতেও দুটি সেমিস্টারে পরীক্ষা হবে। অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে।
WBCHSE Class 11 Bengali Syllabus || একাদশ শ্রেণির বাংলা সিলেবাসঃ
যেহেতু একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে, তাই দুটি সেমিস্টারের পাঠ্যসূচিও আলাদা। এবার দেখে নেওয়া যাক, কোন সেমিস্টারের জন্য কোন কোন পাঠ্য একক ধার্য করা হয়েছে।
প্রথম সেমেস্টার | |
গল্প | পুঁইমাচা [বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়] |
প্রবন্ধ | বিড়াল [বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়] |
কবিতা | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর [মাইকেল মধুসূদন দত্ত] সাম্যবাদী [কাজি নজরুল ইসলাম] |
আন্তর্জাতিক গল্প | বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো [গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ] |
ভারতীয় কবিতা | চারণ কবি [ভারভারা রাও] |
ভাষা | বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতের প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য |
সাহিত্যের ইতিহাস | পর্ব ১- প্রাচীন বাংলা: সমাজ ও সাহিত্য পর্ব ২- মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা: শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলি। |
দ্বিতীয় সেমেস্টার | |
গল্প | ছুটি [রবীন্দ্রনাথ ঠাকুর] তেলেনাপোতা আবিষ্কার [প্রেমেন্দ্র মিত্র] |
কবিতা | ভাব সম্মিলন [বিদ্যাপতি] লালন শাহ ফকিরের গান [লালন শাহ] নুন [জয় গোস্বামী] |
নাটক | আগুন [বিজন ভট্টাচার্য] |
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ | পঞ্চতন্ত্র [সৈয়দ মুজতবা আলি] (বই কেনা, আজব শহর কলকেতা, পঁচিশে বৈশাখ, আড্ডা) |
সাহিত্যের ইতিহাস | বাংলা সাহিত্যের আধুনিক যুগ |
প্রকল্প | সটীক অনুবাদ, সাক্ষাৎকার, প্রতিবেদন, স্বরচিত গল্প (+ প্রুফ সংশোধন) |
Class 11 Marks Distribution || একাদশ শ্রেণির নাম্বার বিভাজন
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষাগুলি হবে এইরকম- প্রথম সেমিস্টারে থাকবে কেবল বহুবিকল্পধর্মী (MCQ) প্রশ্ন। দ্বিতীয় সেমিস্টারে থাকবে সংক্ষিপ্ত (২ এবং ৩ নাম্বারের), রচনাধর্মী প্রশ্ন (৫ নাম্বারের) এবং একটি প্রবন্ধ রচনা (১০ নাম্বার)। এক একটি সেমিস্টারে ৪০ নাম্বার করে মোট ৮০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে এবং প্রকল্পের জন্য ধার্য করা হয়েছে ২০ নাম্বার। এবার দেখে নেওয়া যাক, কোন পাঠ একক থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে।
প্রথম সেমিস্টারের নাম্বার বিভাজনঃ
বিষয় | বরাদ্দ নাম্বার | মোট |
গল্প | ৮ × ১ | ৮ |
প্রবন্ধ | ৫ × ১ | ৫ |
কবিতা | ৭ × ১ | ৭ |
আন্তঃ গল্প ও ভারতীয় কবিতা | ৫× ১ | ৫ |
ভাষা | ১০ × ১ | ১০ |
সাহিত্যের ইতিহাস | ৫× ১ | ৫ |
দ্বিতীয় সেমিস্টারের নাম্বার বিভাজনঃ
বিষয় | বরাদ্দ নাম্বার | মোট |
গল্প | [১ × ৫] | ৫ |
কবিতা | [১ × ২] [১ × ৩] | ৫ |
নাটক | [১ × ৫] | ৫ |
সহায়ক গ্রন্থ | [২ × ২] [২ × ৩] | ১০ |
শিল্প-সংস্কৃতির ইতিহাস | [১ × ২] [১ × ৩] | ৫ |
প্রবন্ধ রচনা | [১ × ১০] | ১০ |
খুব শীঘ্রই প্রতিটি অধ্যায় থেকে প্রশ্নোত্তর এবং সামগ্রিকভাবে সেমিস্টার ভিত্তিক মকটেস্ট দেওয়া হবে। সিলেবাস নতুন হোক, বাংলাস্যার তোমাদের সঙ্গেই আছে, থাকবে।