বাংলা মক টেস্ট (HS) 1

WBCHSE HS BENGALI MOCK TEST

Bengali MCQ Mock Test

উচ্চমাধ্যমিক বাংলা মক টেস্ট

সেট- ১

দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ফ্রি অনলাইন বাংলা মক টেস্ট। এই টেস্টে শুধুমাত্র বহুবিকল্পধর্মী (এমসিকিউ) প্রশ্ন দেওয়া হল। টেস্ট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার দরকার নেই। সবকটি প্রশ্নের উত্তর দেওয়া হলে সাবমিট বাটনে ক্লিক করলেই সঠিক উত্তর এবং প্রাপ্ত স্কোর জানা যাবে।

Free online Bengali mock test for the students of class twelve (XII). This Online Mock Test contains 18 Multiple Choice Questions. No registration is required. After answering all the question, click the SUBMIT button to know your score and the correct answers.


Please enter your email:

1. “বিশ্বপরিচয়” গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন?

 
 
 
 

2. ঠাকুর পরিবারের একজন স্বশিক্ষিত মহিলা চিত্রশিল্পী হলেন-

 
 
 
 

3. ‘ এ গল্প গ্রামে সবাই শুনেছে’- কোন গল্প?

 
 
 
 

4. ‘মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের …. তার প্রতিক্রিয়া হয়’।

 
 
 
 

5. ‘ভারতবর্ষ’ গল্পে কাকে ‘বান্দা’ মানুষ বলা হয়েছে?

 
 
 
 

6. বাসিনীর মনিব বাড়িতে বুড়ো কর্তা কত বছর বয়সে মারা গিয়েছিল?

 
 
 
 

7. চৌকিদারের পোশাকের রঙ কী ছিল?

 
 
 
 

8. নীচের কোন ধ্বনিটি একটি অঘোষ অল্পপ্রাণ কণ্ঠ্য ধ্বনি?

 
 
 
 

9. সংস্কৃত ভাষায় রচিত ‘অমরকোষ’ কী জাতীয় গ্রন্থ?

 
 
 
 

10. একটি নিষ্পাদক রূপমূলের উদাহরণ হল-

 
 
 
 

11. রক্তাক্ত নদীর জল ছিল-

 
 
 
 

12. কবি ‘রক্তের অক্ষরে’ দেখেছিলেন-

 
 
 
 

13. ‘মহুয়ার দেশ’ কবিতায় অস্তাচলগামী সূর্য সম্বন্ধে কোন বিশেষণটি ব্যবহার করা হয়েছে?

 
 
 
 

14. “গাছ দেখে যাওয়া” কবির-

 
 
 
 

15. ‘তার নাকি দারুণ বক্স অফিস’- কার কথা বলা হয়েছে?

 
 
 
 

16. কালীনাথ সেন ‘সাজাহান’ নাটকের কোন চরিত্রের ‘ক্যাচ’ দিয়েছিল?

 
 
 
 

17. “The night is calling me”- ইত্যাদি সংলাপটি কার লেখা নাটকের অংশ?

 
 
 
 

18. ‘অলৌকিক’ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন

 
 
 
 

error: Content is protected !!