উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

বাঙালীর বিজ্ঞানচর্চা

বড় প্রশ্ন (মান-৫)

প্রশ্ন- চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান আলোচনা কর। 

উত্তর- যে চিকিৎসাবিজ্ঞানী তাঁর আবিষ্কারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন, তিনি হলেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী (১৮৭৩- ১৯৪৬)। তিনি কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন।

তাঁর বাবা নীলমণি ব্রহ্মচারী ছিলেন রেলের ডাক্তার। উপেন্দ্রনাথ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ১৮৯৩ সালে হুগলি মহসিন কলেজ থেকে গণিতে প্রথম শ্রেণির অনার্স-সহ বি এ পাস করেন। ১৮৯৪ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে এম এ-তে প্রথম শ্রেণিতে প্রথম হন। আবার ১৮৯৮ সালে মেডিসিন ও সার্জারিতে প্রথম স্থান নিয়ে এমবি পাশ করেন এবং গুডিভ ও ম্যাকলাউড পদক পান। ১৯০২ সালে এম.ডি. এবং ১৯০৪ সালে শারীরতত্ত্বে পি.এইচ.ডি. উপাধি পান। পি.এইচ.ডিতে তার গবেষণার বিষয় ছিল রক্তের লোহিতকণিকার ভাঙ্গণ।

কর্মজীবনের শুরুতে তিনি প্রথমে ঢাকা মেডিক্যাল স্কুলে, পরে ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে (বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল) তিনি চিকিৎসক হিসেবে যোগ দেন। ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে তিনি দীর্ঘদিন অধ্যাপনাও করেছেন। এরপর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক হিসেবে যুক্ত ছিলেন। 

উল্লেখযোগ্য অবদান

১) কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার;

২) দেশীয় ওষুধ নিয়ে গবেষণার লক্ষ্যে স্বগৃহে ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট স্থাপন;

৩) ফাইলেরিয়া, ডায়াবেটিস, কুষ্ঠ, মেনিনজাইটিস ইত্যাদি বিষয়ে মৌলিক গবেষণা।

৪) চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে রচনা ট্রিটিজ অন কালাজ্বর

কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়ে ও তিনি নোবেল পাননি, এটা সত্যি আশ্চর্যের।

error: Content is protected !!