বাঙালীর বিজ্ঞানচর্চা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- বাঙালীর বিজ্ঞানচর্চার ইতিহাসে ঠাকুরবাড়ির অবদান।
উত্তর- উনিশ শতকের কলকাতায় শিল্প-সংস্কৃতি-শিক্ষার প্রসারে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান সর্বজনবিদিত। বাঙালীর বিজ্ঞানচর্চার ইতিহাসেও এই পরিবার অগ্রণী ভুমিকা পালন করেছিল। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর(১৭৯৪-১৮৪৬) মূলত একজন সমাজসংস্কারক হলেও বিশেষভাবে বিজ্ঞানমনস্ক ছিলেন। ইংরেজি শিক্ষার প্রসার, সতীদাহ প্রথার বিলোপ এবং হিন্দু ধর্মের সংস্কারসাধনের মাধ্যমে তাঁর এই মানসিকতার পরিচয় পাওয়া যায়। তৎকালীন দলিলাদি থেকে জানা যায় যে তিনি চিকিৎসা শিক্ষালয় স্থাপনে এবং উন্নয়নে মুক্তহস্তে দান করেছিলেন। শব-ব্যবচ্ছেদ প্রবর্তনের ক্ষেত্রেও তাঁর ভুমিকা স্মরণযোগ্য। কলকাতায় নূতন চিকিৎসালয় স্থাপনেও তিনি প্রধান উৎসাহদাতা ছিলেন।
দ্বারকানাথের জ্যেষ্ঠপুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর জ্যোতির্বিদ্যা বিষয়ে বিশেষ পারদর্শী ছিলেন। রবীন্দ্রনাথ সহ ঠাকুরবাড়ির অন্যান্য ছেলেমেয়েরা মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে জ্যোতির্বিদ্যার পাঠ নিতেন।
বাকি অংশ পরের পাতায়