এরা সব সাধুচরণের অতীত
![বাংলাস্যার ডট কম](https://i0.wp.com/banglasir.com/wp-content/uploads/2018/10/amar-bangla.jpg?fit=193%2C189&ssl=1)
আমার বাংলা মেঘের গায়ে জেলখানা বড় প্রশ্ন (মান-৫) প্রশ্ন- “এরা সব সাধুচরণের অতীত”- ‘এরা’ বলতে কাদের কথা বলা হয়েছে? এই প্রসঙ্গে মুস্তাফার পরিচয় দাও। উত্তর- সুভাষ মুখোপাধ্যায়ের ‘আমার বাংলা’ গ্রন্থের ‘মেঘের গায়ে জেলখানা’ শীর্ষক পরিচ্ছেদে বক্সার জেলে বন্দী একদল কিশোর অপরাধীর পরিচয় পাওয়া যায়। প্রশ্নোদ্ধৃত ‘এরা’ বলতে এই কিশোর কয়েদিদের কথাই বলা হয়েছে। বক্সার জেলখানার …