এই ভোরের জন্য অপেক্ষা করছিল
দ্বাদশ শ্রেণির বাংলা কবিতা জীবনানন্দ দাশের শিকার বড় প্রশ্ন (মান-৫) প্রশ্ন- “এই ভোরের জন্য অপেক্ষা করছিল।” কে অপেক্ষা করছিল? তার পরিণতি কী হয়েছিল? ১+৪ (২০১৬) উত্তর- জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় একটি সুন্দর বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। সে সারারাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল এই ভোরের জন্য। ভোরের আলোয় নেমে এসে সেই হরিণটি …